আমাদের কথা খুঁজে নিন

   

পৃথক জ্বলন্ত অক্ষর

অনুচ্ছেদ পৃথক জ্বলন্ত অক্ষর, পারবেনা অভিমানে তার সেতারের তার জীবনের ভরাট প্রতিবাদে ধরে ক্ষয়, বিস্ময় বিস্ময় আকাবাঁকা বোধের শাখায় মৃদু দোল, পৃথিবী আকুল তবে কি অন্ধত্বের সাধ টুপটাপ জমে ওঠে ভরে ওঠে আবেগী সন্ধ্যায়, ভাটির আশায় সব কথা না লিখলেও হয় কবিতার ভেতর 'প্রেম' লিখতে ইচ্ছে কেউ একজন বুঝে গেছে, সেই সুখে ছন্নছাড়া জল দেবে মেঘ ঝরণা কিংবা নদীবুকে আয়না-দুপুরে, দূর থেকে ডাক দিল শঙ্খচিল, সংঘ হতে এইবার বিনুনীতে কাঁটাফল, সহজ-সরল তারিখ দৌড়ে যায়, মায়ান ক্যালেণ্ডারে ঘোরলাগা মস্তিষ্ক জানায় আমার একান্ত উচ্চারণ - বাঁচো, বাঁচাও, স্বপ্নকে শরীর দাও যুক্তিবাদীর প্রবেশ, ধানশালিখের ছুটি শহরের বুক বেয়ে একদিন রক্ত গড়াবে গাঢ় আয় আয় সুখ-দুঃখের প্রচুর ঊর্ধ্বে, প্রাচীর শুকোবি ফেরায় এমন সাধ্যি কি আছে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।