আমাদের কথা খুঁজে নিন

   

পৃথক মরণ



চলে এসো, একদিন রুদ্রপলাশ হয়ে শিশিরের কাঁচা শিস ঠোঁটের কোণায় নিয়ে চলে এসো একদিন চেনা-সুর গান গেয়ে পথে রবে পৃথক মরণ। শখ হলে নিও সাথে আইল বেয়ে যেতে যেতে নিকষ-কাঞ্চনী মালা- পথ মোর পথে পথে বাঁক নিয়ে বাঁকে বাঁকে এইক্ষণে হলো বুঝি পুরানোর পালা। বিনিয়ামিন ১৯ মার্চ ২০১১ সাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।