আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমার লেখার ধরন উস্কানিমূলক বললেন দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নিজের অপছন্দের কথা আবারো জানায়ে দিলেন প্ররবাসী লেখিকা তসলিমা নাসরিনের বিষয়ে । আজ ভারতীয় বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভি’র ওয়েবে প্রকাশিত তার এক সাক্ষাৎকারে দেখা যায় তিনি তসলিমার লেখার ধরণকে ‘খুবই উস্কানিমূলক’ হিসেবে উল্লেখ করছেন। তসলিমার একটা বই পড়েছেন জানিয়ে তিনি বলেন, “আমি তার খুব ভক্ত নই। ” এনডিটিভি’র ব্যবস্থাপনা সম্পাদক বারখা দত্তকে গত মঙ্গলবার ঢাকায় দেয়া এক সাক্ষাৎকারে দীপু মনি জানান যে, তিনি নিশ্চিত নন তসলিমা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কি না। তিনি বলেন, হয়তো একটা পরিস্থিতি ছিল অথবা তিনি নিজেই দেশ ছাড়তে পছন্দ করেছিলেন।

তসলিমার দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি নিশ্চিত যে একজন নাগরিক হিসেবে তার সব অধিকার আছে। ’’ মন্ত্রীর প্রতি বারখা দত্তের প্রশ্ন, ‘‘যেহেতু আমি জানি আপনি ভালো বই ভালোবাসেন, তসলিমা একজন লেখক এবং আগে তিনি ভারতে আশ্রয়ে ছিলেন, নানা বিতর্কের কারণে তা বাতিল হয়েছে, আমি তার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করছি। তার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন?’’ পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘‘তিনি বাংলাদেশের একজন নাগরিক এবং তিনি নির্বাসনে বাস করছেন। তার লেখালিখির মাধ্যমে তিনি খুবই বিতর্কিত হয়েছেন। এবং ওই সময়ে এ বিষয়ে উগ্রপন্থি শক্তি ও মৌলবাদীরা খুবই উচ্চকণ্ঠ ছিল।

তখন হয়তো একটা পরিস্থিতি ছিল অথবা তিনি নিজেই দেশ ছাড়তে পছন্দ করেছিলেন। তো, আমি নিশ্চিত যে একজন নাগরিক হিসেবে তার সব অধিকার আছে। আমি অনেক বই পড়ি, তার একটা বই আমি পড়েছি; এবং আমি তার ভক্ত নই। তার লেখা, লেখার ধরন খুবই উস্কানিমূলক। ” এর আগে সম্প্রতি তসলিমা বিষয়ে দীপু মনিকে প্রশ্ন করেছিলেন ভারতীয় সাংবাদিকরা।

গত ১৬ এপ্রিল লন্ডনে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে তাদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘তিনি বাংলা ভাষায় এতো বড় কোনো কবি নন যিনি এতো দৃষ্টি আকর্ষণের অধিকার রাখেন। তবে এটি আমার খুবই ব্যক্তিগত মত। ’’ সংগ্রহ-এমএ/এসএফ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।