আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমার 'ক' পইড়া আমার সিদ্ধান্ত

বহুরুপী

পইড়া তো মজাই লাগছিলো। ভাষা ভাল, ঘটনার ঘনঘটা। চারপাশের পরিচিত বা বিখ্যাত লোকজনের গোপন কথা ফাস হওনে আনন্দও পাইছিলাম। তারপর লাগলো ভয়। মনে করতে চেষ্টা করলাম বোঝার বয়স থেইক্যা যত মেয়ের সঙ্গে পরিচিত হইছি, সম্পর্ক করছি তারা কে কে কবিতা বা গদ্য লিখতো।

মনে কইরা দেখলাম এমুন কেউ নাই। যারা আছে তাগো লগে আমার কিছু ছিল না। তয় ভয় এহনো যায় নাই। যে আগে লিখতো না সে যে ভবিষ্যতে লিখবো না তার গ্যারান্টি কই। তয় নতুন একটা সিদ্ধান্ত লইছি এবং কাজে লাগাইতাছি।

এহন কোনো মেয়েরে পছন্দ হইলেই জাইনা লই হে কবি কিনা বা গদ্যে সখ আছে কিনা। যদি দেখি এই রহম কিছু তাইলে ভো দৌঁড়। এই তো সেদিন এক মহিলা উপস্যাকের লগে দেখা ও পরিচয়। একদিন ফুন করছিলো, আমি ভাব ধরলাম যে চিনি না। আমার সিদ্ধান্ত হইতাছে পদ্য বা গদ্য লেখে এমন মেয়ে থেইক্যা শতহস্ত দূরে থাকো।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।