আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়ির ছবিতে সবসময় ১০ টা ১০ বাজে কেন???

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম , এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। অনলাইনে যদি ঘড়ি কেনার অভিজ্ঞতা থাকে, কিংবা ব্র্যান্ডেড ঘড়ির দাম দেখা আর দীর্ঘশ্বাস ফেলার (আমার মত) অভিজ্ঞতা থাকে তাহলে একটা জিনিষ হয়ত খেয়াল করেছেন...... ৯০% এর বেশি ঘড়ির ছবিতে সময় ১০.১০ থাকে। কেন কারন টা কি? ওই সব ঘড়ি তে কি কাটা আর কোনদিকে ঘোরেনা? কৌতুহল হচ্ছিল তাই নেট সার্চ করলাম... শেয়ার করলাম... দেখেন কারও কৌতুহল মিটল কিনা... ১। ১০ টা ১০ এ ঘড়ির কাটা দেখতে স্মাইলি ফেস এর মত লাগে... ২। ১০ টা ১০ এ কাটা থাকার সময় সবচেয়ে বেশি স্পেস পাওয়া যায়, এই কারনে বেশি details দেখান যায়।

৩। সাইন্টিফিক ভাবে নাকি ১০ টা ১০ সবচেয়ে সিমেট্রিকাল, এটাই নাকি সবচেয়ে সুন্দর ঘড়ির কাটার পজিশন। ৪। (প্রধান কারন) ১০ টা ১০ এ কাটা থাকলে ঘড়ির দুই কাটার মাঝখান এর যায়গাটা চোখে পড়ে বেশি। ওই খানেই থাকে ঘড়ির লোগো।

তাই মেইন উদ্দেশ্য হল কাটা দিয়ে একটা ভিত্তি বানিয়ে লোগো টাকে দেখান এছাড়া এই পজিশনে থাকলে নিচে মডেল নং, পাশে তারিখ/ বার ভাল ভাবে দেখান যায়। সবই মার্কেটিং এর কৌশল  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।