আমাদের কথা খুঁজে নিন

   

অসীম শুন্য

আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। তোমার তিল গুনতে গুনতে ই আমার শিখা হয়ছে জামিতি|জন্মদাগ ধরে রেখা বরাবর এগোতেই দেখি বারমুডা ট্রায়াঙ্গল ,চোখের ইশারা পলক মাপতে মাপতে শিখেছি পরিমিতির  কোন বিন্দুতে কম্পাসের কাটা বসবে | তারপরেও গণিতে জিরো ইনফিনিটি (অসীম শূন্য) আমার জীবন খাতায়| ......জলকবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।