আমাদের কথা খুঁজে নিন

   

অসীম শ্রাবণ চোখময়

অসীম শ্রাবণ চোখময় আজম মাহমুদ বিশ্বাস করো এই কান্নাটা বুকে পেতে না নিলে আমার অনেক কিছু পাওয়া হতো না; এই পৃথিবীতে কারো কারো কান্নার ওজনে কিনে নিতে হয় সুখ। এ যেন ঠিক প্রাচীনকালের দ্রব্যবিনিময় প্রথা! একমুঠো সুখের জন্য একজীবনের কান্না, এক চিলতে হাসির জন্য একনদী চোখের জল। তবু আমার মতো অনেকেই জীবন বদল করে- অন্তহীন কান্না দিয়ে এক বিকেলের সুখ কেনে, সন্ধ্যার আলো কমে এলেই মিলিয়ে যায় সুখ- তারপর পড়ে থাকে অসীম শ্রাবণ চোখময়, সারাটি জীবন। ২৩.০৩.২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।