আমাদের কথা খুঁজে নিন

   

অসীম শূন্যতা দেখি

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
বিমূর্ত এক রাত্রি শেষে... আবার উঠেছে ভোরের রবি... পাখিদের কলতান আর ফুলের সুরভি... চারিদিকে কত সুখ কত প্রশান্তির ছোয়া... তবুও মনের অজান্তে ভেসে ওঠে... পুরোনো সেই স্মৃতি ধোয়া ধোয়া... কালের খেয়ায় চেপে... সুখের সে দিন গুলি মোর... চলে গেছে বহু দুরে... এ বুকের খাতায় হতাশার... কাব্য লিখে রেখে... আমারও যে ছিল এক সুখের সারথী... যার ছবি আজও এ মনের... রং হীন ক্যানভাসে একে রাখি... জানি সে ফিরবে না আর... ভেড়াবে না তরী সে আমার... মনের এই ভাঙা বন্দরে এসে... যতই করুক সে অবহেলা... যতই দিক না কষ্ট ব্যাথা জ্বালা... তবুও সে একটাই তারা... আমার এ মনের আকাশে... তার বিহনে আজ... এই অশ্রু সজল চোখে... অসীম শূন্যতা দেখি..।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।