আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন স্যার নুহাস কে ইংরেজি মিডিয়ামে পড়িয়েছে কেন?

আমি ক্লিয়ারলি যা বলতে চাই, আমাদের দেশের অনেক সম্ভাবনা আছে। মানুষগুলো খুবই মেধাবী। যদি আমরা বাংলাদেশি হিসেবে দুনিয়ায় কোথাও পিছিয়ে পড়ি তার একমাত্র কারণ আমাদের শিক্ষা ব্যাবস্থা। এক কথায় বাংলা মিডিয়াম এর শিক্ষা ব্যাবস্থা। এটার আপগ্রেড করা উচিত।

পরিবর্তন চাই, ব্যাস! ইংলিশ মিডিয়ামের শিক্ষা ব্যাবস্থা ব্রিটিশদের বানানো। কিন্তু বাংলা মিডিয়ামের পড়াশুনার কারনে এদেশের মানুষ পিছিয়ে পরছে। ঢাবি প্রসঙ্গে বলতে চাই যে ইউনি দুনিয়ার সেরা ৩০০০ এর তালিকায় নেই সেখানে পড়ে ভাব নেওয়াটা ফাউল কাজ। যারা মনে করে ইংরেজি মিডিয়ামের পোলাপাইন এখানে চান্স পায় না, তাদের বলি--আসলে ইংরেজি মিডিয়ামের পোলাপাইনরা বেশির ভাগই বিদেশে পড়তে যায়। এক কথায় পাত্তাই দেয় না।

আরেকটা কথা, বেসরকারি ইউনি গুলা ফাউল। একমত? আর বেসরকারি ইউনি গুলাতে কি ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট বেশি নাকি বাংলা মিডিয়ামের? অবশ্যই বাংলা মিডিয়ামের! তাহলে এখন বলেন, ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টরা প্রাইভেটেও সংখ্যায় কম আবার সরকারি তেও কম, এরা যায় কই? বলেন? -বিদেশে চলে যায়। যখন হুমায়ুন স্যাররা ঢাবি থেকে পাশ করেছেন তখন এটা এত ফাউল ইউনি ছিলো না। বাই দ্যা ওয়ে নুহাস (হুমায়ুন স্যারের ছেলে) কে কিন্তু স্যার ঠিক ই ইংরেজি মিডিয়ামে পড়িয়েছেন। তাইলে কি বুঝলেন? স্যার কি বোকা? নিশ্চই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.