আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আহমেদ।

আমি একটা বেবি,। বলি কিন্তু হেবি, । সবাই বলে কবি, । কবিতা লিখা যে আমার হবি । ।

। । :) বাংলার মানুষ হয়ে গেছিলো যখন বিদেশী সাহিত্তের কাছে বলিদান, ছুটে ছিল অন্য খানে ভুলে গিয়েছিলো বাংলা তাদের প্রান। তখনি তিনি এসে ছিলেন এসে ছিলেন আমাদের কাছে, হাজারো গল্প নাটকে তিনি জায়গা করেছেন আমাদের মাঝে। ।

বাংলার যুবক সমাজ যখন নেশার ঘোরে মগ্ন, উপন্যাস আর কাহিনিতে তখনো ছিল তারা অজ্ঞ। । তখনি এসেছিলেন তিনি এসেছিলেন আমাদেরই কাছে , , হিমু আর মিসির আলিকে তুলে দিয়েছিলেন আমাদের মাঝে। । হাজারো তার বানী বই গুলোর সারি পড়ে হয়েছি আমরা কতো ধনি।

। বুঝতে শিখেছি মানবতা জাগিয়েছি কতো শক্তি তার কথাতেই বুঝেছি যে বাংলা ভাষার ভক্তি। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.