আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আর নেয়

বাংলা আমার দেশ বরেণ্য লেখক হুমায়ুন আহমেদ আর নেই। হুমায়ুন আহমেদ বৃহদান্তের ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটন বেলভিউ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। লেখকের বয়স হয়েছিল ৬৪ বছর। বৃহদন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য নিউইয়র্কে যান জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ।

সেখানে ৮ মাসে তাকে দেয়া হয় ১২টি কেমোথেরাপি। এরপর গত ১১ মে মাসে তিনি বাংলাদেশে আসেন। ২০ দিন অবস্থান করে ২ জুন নিউইয়র্কে ফিরে যান হুমায়ূন। তারপর ১২ জুন চিকিৎসকরা তার বৃহদন্ত্রে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসা শেষে ১৯ জুন কুইন্সে নিজ বাসায় যান হুমায়ূন আহমেদ।

কিন্তু একদিন পরই জনপ্রিয় এ লেখকের পেটে তীব্র ব্যাথা অনুভব করায় আবার তাকে স্থানীয় জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে জরুরি ভিত্তিতে বেলভ্যু হাসপাতালে নেয়া হয়। আর আরেক দফা অস্ত্রোপচার করা হয়। উল্লেখ্য, গত ১২ জুন নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদের কোলনে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা সময় নিয়ে সফল অস্ত্রোপচার হয়। এর মাধ্যমে ক্যান্সার ছড়ানো লিভারের তিনটি টিউমারকেই ‘লোকালাইজড অ্যাম্বুলাইজেশন এর মাধ্যমে ধ্বংস করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.