আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবর

অতি সাধারণ। বলার মত তেমন কিছুই নাই। মুক্ত বিহঙ্গ আমি আকাশেতে ঊরি, খড়কুটো যা'ই পাই তাতে ঘর গড়ি। এথা ঘর, সেথা ঘর সব ঘর টলমল, তাই দেখে দুঃখে পুড়ি আঁখি জোড়া ছলছল। ইচ্ছে লাগাম জোরে টেনে ধরে রাখি, লোভাতুর মনে তবু খুঁজে জোড়া পাখি। পিউ পিউ ডাকে শুনি সুমধুর ডাকে, সারা দিতে চায়, মন মনে নাহি থাকে। অতিত বেদনা ভুলে উড়ে যাই কাছে কি মধুর ডাক রে... হারাই না পাছে! দুয়ে মিলে এক মত, খড়কুটো জুড়ে, ঘর তবে হল খাড়া না থাকিব দূরে। দিনক্ষণ হল ঠিক মিলিব দুজন, অল্পতে ব্যবধান মানেনা যে মন! হঠাৎ ঈশান কোনে কালো মেঘ বাঁধে, ক্ষণিকেই মিলাইলো হরষ বিষাদে! অতঃপর আসে ঝড়, ভেঙ্গে দিয়ে যায় ঘর! তাই আমি ঘুরে ফিরে, আকাশেই যাযাবর!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।