আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবর

আমি দুরন্ত দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি অনন্ত উর্বর, আমি কালের হস্তে করি উষরকে সবুজ প্রান্তর। আমি মুক্ত, আমি উচ্ছ্বল, আমি তারুণ্য, কারণ- আমি যে দুরন্ত। প্রকৃতির প্রহসনে প্রতারিত পৃথিবী, নিরংকুস ছোবল। বিলাসী মাদকতাই- যেখানে বিত্তবানের একক চলন।

হাহাকারে দারিদ্রতা, শুধুই করুন বিলাপ। নিষ্ঠাহীন রাজার শোষনে পীরিত জনতা। অরন্যের রোদন; আজ দু-মুঠো অন্ন প্রাপ্তিই কঠোর বাস্তবতা। ক্রন্দ্রনরত শব যাত্রা মিয়া কিংবা চৌধুরীর, সাড়ে তিন হাত জমিদারির নিরলস প্রচেষ্টা। তবু, তবু ও অর্থের হুংকার- আজ, ভারাটে কাদুঁনে ভাবাবেগে বিলাপ রত জয় বিত্তের জয়, জয় শোষনের জয়।

শুধুই যাযাবর পথ যাত্রা, এটাই যে জীবন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।