আমাদের কথা খুঁজে নিন

   

কিযে আনন্দ লাগছে আমার, কেমনে বুজাইতাম

সত্য বল, মিথ্যা ত্যাগ কর। আজকে প্রায় এক সাপ্তাহ পর মেইল চেক করলাম, দেখলাম আমাকে প্রথম পেজে এক্সেপ্ট করা হয়েছে, আমি এমনেতেই লিখা লেখি করতে পারিনা, তাতে কি? আমার কিন্তু লেখা লেখি করার প্রচন্ড আগ্রহ ছিল এখনো আছে , কিন্তু এর জন্য ভাল কোন মাধ্যম আমার জানা ছিলনা। অনেক বন্ধুদের দেখাদেখি আমিও আগ্রহ নিয়ে সামুর দলে নাম লেখাইলাম, মনে করলাম এই বার যদি চার ছক্কা কিছু একটা পিটানো যায়! কাজের কাজ কিছুই হলনা, কত দিন চলে গেল- দু একটা আবযাব লিখলাম, কেউ পড়লনা, একবার আমার আগ্রহ ধরে রাখার জন্য একটা লেখাও পোস্ট করেছিলাম, "তাতেও কোন কাম অইনাইক্কা" কি আর করব? বাদই দিয়া দিলাম,মনে মনে বললামঃ যাহ এ সব আমার মত ভাঙ্গা কলমের মালিকের জন্য নয়, এটা হল ক্ষুরধার কলেমের মালিকদের জন্য। আজকের ই-মেইল আমাকে নতুন করে ভাবতে উৎসাহ দিয়েছে, নিরাশ হতে বারন করেছে, ব্যাথিত অন্তরকে আন্দোলিত করেছে, ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে! ধন্যবাদ জানাই সেই দোস্তকে যে আমাকে বলেছিলঃ লিখতে পারনা তাতে কি? নিয়মিত পড়তে থাক!! ধন্যবাদ সবাই্কে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.