আমাদের কথা খুঁজে নিন

   

ও দাদা , যখন তোমার নেই আলো আমায় দিবা কি বল

আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । ও দাদা , যখন তোমার নেই কো আলো? তখন আমায় দিবা কি বল ? আশার বুলি আর আষাঢ়ের গল্প শুনেছি যে ঢের , কাদের দারা প্ররোচিত তুমি এবার হয়ে যাবে বের । মুখে মুখে গভীর জলের মন তোমার - আর হৃদয় জোড়া টুনটুনির বাসা , তোমার কথার ছলের মত জলের মত না ।

তাই তো আজ বুঝিছি এতদিন চিল নিরাশা । তুমি এতদিন যা করেছিলে পিছে চিল তোমার স্বার্থ, অবুঝ বাঙ্গালিরা অবুঝেই থাকে বুঝে না মর্মার্থ । ছোট্ট আমার মা' কিন্তু বড্ড বিশাল আমার মন, মানবের তরে এগিয়ে আমরা জানে জনাজন । ও দাদা , যখন তোমার নেই আলো ? তখন আমায় দিবা কি বল ? দাদা, পৃথিবী বদলাচ্ছে তুমি ও কি আগের মতই দিব্যি রবে । মান নীও দাদা অভিমান নয় , মানবের তরে দাও কিছু ছলনায় নাহি কিছু রয় ।

১ লা আগস্ট -২০১২ কপিরাইটঃ নিজস্ব ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।