আমাদের কথা খুঁজে নিন

   

বাবা দিবস আছে, দাদা দিবস নাই! দাদা ছাড়া বাবা কেমনে হয়!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে আম্রিকানদের এই একটা বাতিক - সবকিছু লইয়া একটা দিবস বানাইয়া ফেলা। আর বাদবাকী বিশ্ব সেই দিবস লইয়া ফালাফালি শুরু করে। কিন্তু গুনীজনের (আপনি ছাড়া) কাছে আমার প্রশ্ন, বাবা দিবস যদি একটা থাকতে পারে, তাইলে দাদা দিবস কেনো নাই? বাবাতো বিশ্রুত হন না, সঙ্গে সঙ্গে থাকেন। দাদা যান হারিয়ে। কিন্তু দাদাদের হারিয়ে দেয়া ঠিক না। চরমতম অন্যায়। বাবা দিবস যখন আছে তখন দাদা দিবসও হইতে হইবে। আর একটা হইলে চলতো না, কমপক্ষে দুইটা দিবস লইয়া দাদা দিবস হইতে হইবে, যারে আমরা কমু দাদা দ্বিদিবস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.