আমাদের কথা খুঁজে নিন

   

চরমোনাই পীরের ফতোয়া "পীর যদি কারো হাত একবার ধরে সে জান্নাতে যাবে !!!"

আপনার সম্পর্কে কিছু লিখুন-এভবে আসলে বলা যায় না। মানুষ ত আর যন্ত্র না যে সব সময়ই একরকম। আসলে আমরা নিজেরাই প্রতিনিয়ত পর্যবেক্ষন করি আমরা কি রকম। দলিলঃ এক দেশে ছিল এক কাফন চোরা । আর ছিল এক পীর ।

পীর সাহেব কাফন চোরাকে ডেকে বললেন আমি তোমাকে ১০০ টাকা দিচ্ছি এ জন্যযে তুমি যেন আমি মরার পর আমার কাফন খুলে কবরে আমার বেইজ্জত না কর । পীর সাহেব মারা যাবার পর কাফন চোরা সে কথা ভুলে গিয়ে কবর খুরে পীরের মুখ থেকে কাফনটা খুলে যেইনা হাত পর্যন্ত উম্মুক্ত করল তখনি পীর সাহেব খপ করে কাফন চোরার হাত ধরে ফেললেন । ভয়ে কাফন চোরা কবরেই মারা গেল । পীর সাহেব তার খলিফাকে স্বপ্নে সব ঘটনা খুলে বলে কাফন চোরাকে গোসল জানাযা তার কবরেই দাফন করতে বললেন । খলিফা পীর সাহেবকে বললেন আপনি কাফন চুরি না করার জন্য তাকে টাকা দিলেন তবুও সে আপনার কাফন চোরি করতে গের তবুও আপনি তাকে আপনার কবরেই দাফন করতে বলছেন ??? জবাবে পীর সাহেব বললেন "আমি হয়ে যার হাত ধরেছি তাকে রেখে জান্নাতে যাব কেমন ? আমি হাত ধরা অবস্থাতেই তাকে নিয়ে পুলসিরেত পার হব ।

" সুতরাং বাবারা তোমরা জান্নাতে যাইতে চাইলে পীরের হাত ধর । বন্ধুরা কথাটা আমারনা চরমোনাই পীরের । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.