আমাদের কথা খুঁজে নিন

   

চরমোনাই মাহফিল উদ্বোধন :

চরমোনাইর পীর আমিরুল মুজাহিদীন আলহাজ হজরত মাওলানা সৈয়দ রেজাউল করীম দুনিয়াবী নিয়্যতের পরিবর্তন করে আল্লাহমুখী নিয়্যতের দিকে ধাবিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের কলবের ভেতরে এখনও শয়তানি, না-ফরমানি ও আল্লাহবিরোধী কার্যকলাপ দূরীভূত হচ্ছে না। চরমোনাই দরবার শরিফে প্রথম দফায় ৩ দিনের মাহফিলের উদ্বোধনী বয়ানে গতকাল ফজরবাদ তিনি এ কথা বলেন। গতকাল উদ্বোধনী বয়ানে তিনি আরও বলেন, কলবের রোগ দূর করতে সকাল সন্ধ্যা দু’বেলা জিকির ও তরিকার ৫টি নিয়ম পালন করতে পারলে আল্লাহকে খুব সহজেই পাওয়া সম্ভব। পীর ছাড়াও প্রথমদিন অন্যান্যের মধ্যে বয়ান করেন মাওলানা সৈয়দ মো. মুবারক করীম, সন্দীপের পীর জামাতা মুফতি ওমর ফারুক ও মাওলানা সেকেন্দার আলী প্রমুখ। এদিকে মাহফিলে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষ ছুটে এসেছেন চরমোনাই।

মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনের এ মাহফিল। এদিকে মাহফিলে আসা লাখ লাখ মুসল্লিদের দেয়া বয়ান শোনার সুবিধার্থে দরবার শরিফের নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় সাড়ে তিনশ’ মাইকের ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেল এলাকায় ৩৫০০টি বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে। বিদ্যুত্ সরবরাহে বিঘ্ন সৃষ্টির হলে বৈদ্যুতিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে দুইটি জেনারেটর রয়েছে। মুসল্লিদের গভীর নলকূপ থেকে পানি সরবরাহে ১৫ হাজার পানির কল বসানো হয়েছে।

শৃংখলা ও নিরাপত্তা রক্ষায় ২৫০০ স্বেচ্ছাসেবক, ১৫০০ মাদরাসা ছাত্র নিয়োজিত রয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা এখানে দায়িত্ব পালন করছেন। অসুস্থ মুসল্লিদের চিকিত্সা সেবায় নিজস্ব ব্যবস্থাপনায় ৫০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল চালু করা হয়েছে। এদিকে হামদর্দ বাংলাদেশের পক্ষ থেকে মাহফিলে আসা গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ ব্যবস্থার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। গতকাল এ ক্যাম্পের উদ্বোধন করেন চরমোনাই দরবার শরিফের নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ মাওলানা সৈয়দ মুহাম্মদ বিল্লাহ আল মাদানী।

মাহফিলের ২য় দিনে আজ সকাল ১১টায় দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখের উপস্থিতিতে ওলামা সম্মেলন এবং ৩য় দিন সকাল ১১টায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া মাহফিলের ৩ দিনই সকাল-সন্ধ্যা পীর হুজুরের প্রধান বয়ানসহ অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। পীর সাহেব চরমোনাইর বয়ানসমূহ প্রতিদিনই অডিও ক্যাসেট আকারে বাজারে প্রকাশ করা হয় আমার দেশ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.