আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন। আপনারও কাজে লাগতে পারে। জানা থাকলে দরকার নেই।

গ্রাস ফড়িং আমি আপনাদের যা বলতে চাচ্ছি তা হল Google Translation। আমাদের প্রতিদিন বিভিন্ন কাজে ওয়েব ভিজিট করতে হয়। ওয়েব ভিজিট করতে গিয়ে বিভিন্ন ভাষা/ শব্দের মুখোমুখি হইতে হয়। যেহেতু সব ভাষা বা শব্দ আমাদের জানা নেই তাই Google Translation এর মাধ্যমে আমরা এক ভাষ থেকে আরেক ভাষাতে রুপান্তর করে আমারা তা সম্পর্কে ধারনা নিতে পারি। বিশেষ করে বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে আরবী অথবা আরও অনেক .।

.। .। .। .। .।

.। .। .। .। যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কত উপকারে আসতে পারে।

শুরু করি এবারঃ ধাপ-০১ প্রথমে Google ডুকেন। তারপর More এ ক্লিক করে Translation এ ক্লিক করুন। ধাপ-০২ এরপর এমন পেজ আসবে। ধাপ-০৩ এবার কোন ভাষা থেকে translation করতে চান সে ভাষা নির্বাচন করুন। ধাপ-০৪ এবার যে ভাষাতে অনুবাদ করতে চান সে ভাষা নির্বাচন করুন।

ধাপ-০৫ বাম পাশের বক্স এ আপনার কাঙ্কিত ভাষাটি কপি করে এনে পেস্ট করুন। তাহলে Automatically translate হয়ে যাবে। অথবা Translate লেখা বাটন চাপলেই অনুবাদ হয়ে যাবে। সাথে আরও কিছুঃ *** চাইলে আপনি উচ্চারণও শুনতে পারেন। টাহলে এই বাটনে চাপ দিন।

*** যদি কোন শব্দের অর্থ জানেন তাহলে তা দিয়ে একটা বাক্যও জানতে পারেন। টাহলে এই বাটনে চাপ দিন। *** যদি কোন শব্দের অর্থ জানেন তাহলে তাহলে তার সম্পর্কে আরও এই জিনিস গুল জানতে পারবেন So No Late. Let's Go. পুনশচঃ ভুল হলে ক্ষমা করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.