আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি বর্ণান্ধ আসুন দেখে নেই

স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার আপনি কি বর্ণান্ধ? আমাদের চোখের রেটিনায় অবস্থিত আলোক সংবেদী রডকোষ মৃদু আলোতে আর কোণকোষ প্রখর আলোতে দেখতে সাহায্য করে। এর মধ্যে তিন ধরনের কোণকোষ নীল,সবুজ ও লাল এই তিন ধরনের রঙ আলাদা করতে পারে। এইসংবেদনশীল কোষ সমূহের সংবেদনের উপরিপাতনের ফলেই তৈরি হয় বিভিন্ন ধরনের রঙের দৃশ্যানুভূতি। আর এই সব কোণ কোষ জন্মগতভাবে অনুপস্থিত কিংবা সাময়িকভাবে ক্ষতিগ্রস্থ হলে মানুষ লাল-সবুজ,কিংবা নীল-সবুজ রঙের পার্থক্য ধরতে পারে না। চিকিতসাবিজ্ঞানে র ভাষায় এর নাম বর্নান্ধতা।

পৃথিবীর প্রায় ৭-১০% মানুষই বর্নান্ধ। চলুন একটি সহজ পরীক্ষার সাহায্যে দেখে নেয়া যাক,আপনি বর্নান্ধকিনা? পাশের ছবিগুলোর দিকে লক্ষ্য করুন। ফলাফলঃ ১.যদি আপনি ২য় ছবিতে 29 এবং আগের ছবিতে 26 দেখে থাকেন তবে আপনি বর্ণান্ধ নন। ২.১ম ছবিতে যদি শুধু 6 দেখে থাকেন তবে আপনি লাল বর্ণান্ধ। ৩. ১ম ছবিতে যদি শুধু 2 দেখে থাকেন তবে আপনি সবুজ বর্ণান্ধ।

৪. ১ম ছবিতে যদি 70 দেখে থাকেন তবে আপনি লাল-সবুজ বর্ণান্ধ। ৫.যদি কোন ছবিতেই কিছু না দেখে থাকেন তবে আপনি পূর্ণ বর্নান্ধ ভালো লাগলে একটু কষ্ট করে জানাবেন.।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।