আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণান্ধ বলেই তো!

http://www.paybox.me/r/rihan

তোমার মনে আছে? শাড়ির রংটা মেরুন না লাল-- এই নিয়ে তর্ক করতে করতে বহুকাল আগে একদিন তুমি কান্নার জলে বুক ভাসিয়ে আমার চোখের সামনে দিয়েই হনহন করে শপিংটা মলটা ছেড়ে গিয়ে প্রবল অভিমান নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলে অকস্মাৎ, শেষে নাছোড়বান্দার মতো দূরালাপনীতে আমাকে শাসিয়ে রাগিয়ে আহ্লাদের প্রলেপ বুলিয়ে বাধ্য করেছিলে সেদিন আমায় স্বীকার নিতে---হয়তো আমি বর্ণান্ধই, নিজের মন থেকে বিশ্বাস না করলেও তোমার আহ্লাদী অভিমানটাকে আশ্কারা দিতে গিয়েই সেদিন হেসে হেসেই তা আমি স্বীকার করে নিয়েছিলাম নিজের মনের বিরুদ্ধেই, অথচ কাটতে কাটতে বহুকাল পরে গতকাল রাতে ভাবতে ভাবতে নিজের মনের অজান্তেই স্বীকার করে নিলাম আমি নিজেই--হয়তো বর্ণান্ধই আমি, নতুবা তোমার ভাসিয়ে দেয়া অথৈ বেদনার সেই নীল নীল স্রোতটাকে বেমালুমই ভালোবাসার বিশাল নীল আকাশটার গা বেয়ে বেয়ে নেমে আসা অজস্র নীলের অথৈ নীলাভ এক স্রোত ভেবে ভেবে কেমনে আজও আমি অন্ধ বাঁদুড়ের মতো ভেসে ভেসেই ছুটে চলেছি তোমার পানে; বর্ণান্ধ বলেই তো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।