আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ও বর্ণান্ধ বন

একজন শব্দ শিকারি


তোমার দু'চোখে নীলাভ সমুদ্র,
ঐ চোঁখের দিকে তাকাতেই
আমি সেই সমুদ্রে ডুবে ডুবে যাই।

পতন ঠেকাতে আমি
তোমার ঠোঁট সাদৃশ্য দ্বীপে আশ্রয় নিই।

ঐ দ্বীপে লুকানো আগ্নেয়গিরিটি
তখন জেগে উঠে আমার ছোঁয়ায়,
সৃষ্টি করে অগ্নুৎপাত।
অদৃশ্য লাভায় সিক্ত হই আমি।

তোমার নীলাভ সমুদ্রের ঐপাশে
এক জোড়া বর্ণান্ধ বন,
আর আমি সেই বনের একান্ত প্রহরী।

তোমার মুখ-পৃথ্বীর পাশেই বসত অদৃশ্য স্রষ্টার,
আমার বুকে তোমার ভালবাসার নির্যাস রেখে
স্রষ্টা হয়ে উঠেন পরীক্ষক।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।