আমাদের কথা খুঁজে নিন

   

আপনি বর্ণান্ধ কিনা পরীক্ষা করুন

Not for sale

আপনি বর্ণান্ধ(colorblind) কিনা তা নীচের ছবিটির দিকে তাকিয়ে এখুনি পরীক্ষা করে নিতে পারেন। এই ছবিতে লালের বিভিন্ন শেডে তৈরি কিছু বৃত্তের ব্যাকগ্রাউন্ডের উপর সবুজের বিভিন্ন শেডে তৈরি একটি সংখ্যা লিখা রয়েছে। যারা বর্ণান্ধ তারা সংখ্যাটি পড়তে পারবেন না। [ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত] বর্ণান্ধতা একটি জিনগত সমস্যা। এই সমস্যা থাকলে লাল এবং সবুজ রংএর মধ্যে পার্থক্য করা যায় না।

একই উজ্জ্বলতা বিশিষ্ট একটি লাল এবং সবুজ রং পাশাপাশি অবস্থান করলে বর্ণান্ধ ব্যক্তিরা রং দুটি পৃথক করতে পারবেন না। তবে বাস্তবে হুবহু একই উজ্জ্বলতা বিশিষ্ট লাল এবং সবুজ রং পাশাপাশি ফুটিয়ে তোলা মুস্কিল (ফটোগ্রাফাররা এ ব্যাপারটি ভালো বুঝতে পারবেন)। তাই লাল এবং সবুজের বিভিন্ন শেড ব্যবহার করে বর্ণান্ধতা পরীক্ষা করা হয়। অবশ্য ছোটবেলায় অভ্যাস না করার দরুন জিনগত ভাবে বর্ণান্ধ না হয়েও কারও কারও বিভিন্ন রং পৃথক করতে সমস্যা হতে পারে। এদেরকে বর্ণান্ধ বলা যায় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।