আমাদের কথা খুঁজে নিন

   

-মৃত্যুর পরও-

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম আমি এই পৃথিবীতে ক’দিনের পাখি এত সুখ বলো আমি কোথায় রাখি ? সূর্য আলো দেবে কি? দেবে না চাঁদ মামা হাসবে কি? হাসবে না নিয়ে যাবে তারা সবকিছু বাকি রাখবে না কোনকিছু দেখছি,দেখবো আমরা সবাই কত মানুষ ঝরে যায় ঘাসের উপর শিশির কনা,হবে তা শুধুই সূর্য কনা মাঠের উপর বিছানো বালি,হয়েছে তা শুধুই ছালি ভালবাসবো কি,ভালবাসবো না,বলবো কি,বলবো না সে বুঝবে কি,বুঝবে না সে বলবে কি,বলবে না কে তুমি আমার,জাকে আমি এত ভালবাসি আলো এত আলো তবুও সব আধাঁর কালো আলোকময় এই পৃথিবী তাই ব্যথার অসীম আহার অপারের ছায়া রুদ্র হয়ে ডাকে শুধু আমায় ভিতরটা নিয়ে শুধু চলে যাবে,বাহিরটা হবে কার এই নিয়ে শুধু ভাবনা মানুষের কে হবে কার? (১-৮-২০০৬)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.