আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর সময় :

যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি

আমার কবিতার পাণ্ডুলিপি, স্মৃতির পাতার সোনালি রোদ, আমার সৃষ্টি কর্ম, আমার দর্শন সবই রয়ে যায়। তাই চলে যেতে হয়। কোথায় হারিয়ে যাব জানিনা। হারিয়ে যেতে হবে। বিরাট প্রাসাদ অথবা বস্তির নোংরা স্যাঁতসেতে পরিবেশ থেকে অথবা গত রাতে জন্মেছিল যে শিশুটি তার প্রথম বিছানা থেকে।

ঐ একই জায়গায়, তবুও বৃথা চেষ্টার শেষ থাকেনা পৃথিবীতে ধরে রাখার। মিশরে রাজাদের মমি তার প্রধান উদাহরণ। কিন্তু ঘটনা ঘটে একই তা হল “মৃত্যু”, শুধুই সামান্য সময়ের অপেক্ষা সমস্ত দেহ পঁচা মাটি, ভষ্ম বা অন্য কিছু। যে যেখানেই থাকুক যে ভাবেই থাকুক মৃত্যু সময়, আমার মনে হয় মৃত্যু যন্ত্রণা একই। আমার বৃদ্ধ দাদার মৃত্যু দেখেছি নিজ চোখে আমার দাদী , নানী ।

আমার নানী ছিল তিন মাস অচেতন রুগ্ণ স্যাঁতসেতে বিছানায় । ধপ্ধপে পরিষ্কার বিছানা রাজকীয় পালঙ্কে মৃত্যুবরণ করেন অথবা আত্মঘাতি বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় নিরীহ পথযাত্রীর দেহ অথবা যুদ্ধে শহীদের গুলি বিদ্ধ লাশ অথবা ফাঁসির মঞ্চে মাথা ধর আলাদা হয়ে যাওয়া। সব তো একই ঘটনা তা হল সর্বোচ্চও কষ্ট = মৃত্যু............ শুধুই জীবিত মানুষের এত আপসোস/কষ্ট, আহ্ সে কত কষ্ট পেল !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.