আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর আগে

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

এ কবিতার স্বত্ব দিয়ে দিলাম প্রিয় অরূপ রতন রায় (প্রাক-প্রফেসর)-কে মৃতদের বয়স বাড়ে না মৃতদের দলে আমি লিখি নাই নাম আর তাই যত দিন যায় দিনে দিনে বয়স ফুরায় এ পৃথিবী ক্রমশই ম্লান আসে এই পুরাতন চোখে। কতদিন বেঁচে আছি পৃথিবীতে ঢের বাঁচলাম! তবু দ্যাখো, হাওয়া এসে ঘুরে ঘুরে কোন গান গায় তবু রোজ মসৃণ ব্লেডের মতোন রোদ উঁকি দেয় কোন জানালায়! আকাশের পানে আমি উঁকি দিতে চাই তাই আরো বেশি করে মাটির গভীরে চলে যাই -- জানি আমি, জলে শেষে মিশে যেতে হবে তাই আমি জলে ভেসে যাই। এই জল, আর কোলাহল, আর সব গান দিয়ে যাবো তোমাকেই -- প্রিয়তম -- উজাড় বাগান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.