আমাদের কথা খুঁজে নিন

   

'ভালোবাসায় ভোলাব' : মিতুল দত্ত : প্রথম অনলাইন রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম

বিপণন নয়, শুধুমাত্র অনেক বেশি মানুষকে গান শোনানোর উদ্দেশ্যেই আমার মাথায় অনলাইন অ্যালবামের পরিকল্পনা আসে। এটা করে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, সমগ্র পৃথিবীর ইন্টারনেট ব্যবহারকারী সঙ্গীতপিপাসু মানুষজনের কাছে অ্যালবামটিকে পৌঁছে দেওয়া সম্ভব। আগামী বাইশে শ্রাবণ প্রকাশিত হচ্ছে আমার প্রথম অনলাইন রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম 'ভালোবাসায় ভোলাব'। এই অ্যালবামের গান নির্বাচনের ক্ষেত্রেও আমি আমার ভার্চুয়াল বন্ধুদের সাহায্য নিই। ফেসবুকে দুটি অনলাইন পোল করা হয়।

দুটি পোলেই বন্ধুদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া এবং সাজেশন আসে। এই অনলাইন পোল থেকে নির্বাচিত গানই আমার অ্যালবামে রেখেছি আমি। গানগুলি কোনও যন্ত্রানুসঙ্গ ছাড়া সম্পূর্ণ খালি গলায় গেয়েছি। ফেসবুকে 'Bhalobasay Bholabo (ভালোবাসায় ভোলাব)' নামে একটি পেজ তৈরি করা হয়েছে। এই পেজটিই মূলত অ্যালবাম-পেজ।

এই পেজ-এ বাইশে শ্রাবণ ভোরবেলায় অ্যালবামের গানগুলি ভিডিও ফর্ম্যাটে আপলোড করা হবে। এছাড়া ইউটিউবেও এই অ্যালবামের নামে যে অ্যাকাউন্ট আছে, সেখানে ওইদিন থেকেই অ্যালবামের গানগুলি শোনা এবং ডাউনলোড করা যাবে। 'ভালোবাসায় ভোলাব'-র ফেসবুক পেজ-এর লিংক : Bhalobasay Bholabo (ভালোবাসায় ভোলাব) 'ভালোবাসায় ভোলাব'-র ইউটিউব লিংক : 'Bhalobasay Bholabo' Youtube  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।