আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় বাস্তবতা

বন্ধুর খোঁজে

ভালোবাসা কেমন এক অনুভূতি বাস্তবতার থেকে আলাদা নয় । আমরা মানুষ মুখে যতই ভালোবাসার কথা বলি না কেন, আসলে মানুষ সবচেয়ে ভালোবাসে তার বাস্তবতাকে, সময়কে । যাকে ভালোবেসেই িনর্ভর করে, মানুষ তার অবস্থান নির্মাণ করে, মানুষ ভালোবাসে তার প্রিয় মানুষকে, ভালোবাসে তার প্রিয় খাবার, ভালোবাসে একটা সময় একাকী কাটাতে । ভালোবাসার অবস্থান কিন্তু সেই বাস্তবতার অভ্যন্তরে অন্তনিহীত । বাস্তব সময় যখন মানুষের অনুকূলে তখনই গান গেয়ে উঠে ..... ভালোবাসা ছাড়া আর আছে কি ? কিন্তু সাথে প্রশ্নবোধক চিহ্ন আছে । শত সুখেও মানুষ একটা কিছুর অদৃশ্য টান অনুভোব করে, তা সে নিজেও জানতে পারে না । আস সেটাই হচ্ছে কঠিন বাস্তবতা বাস্তবতা নিয়ে মানুষের জীবন গড়া আর ভালোবাসা হচ্ছে তার সহযাত্রী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।