আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় ১লা বৈশাখ

^^^^^^^^^

১৪১৩ সালের কোন একদিনে তার সাথে আমার পরিচয় হয়েছিল, কাকতালী্য ভাবে। প্রথম পরিচয়ে তাকে ভালোবাসব এরকম কিছুই আমার মনে আসেনি যদিও সেদিন আমরা অনেক কথা বলেছিলাম। কয়েকদিনের মধ্যেই আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাই। বুঝতে পারছিলাম আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছি তারপরও আমার যাযাবর জীবনে তাকে জড়াতে চাচ্ছিলাম না। অল্প কয়দিন পরেই আমি দেশের বাইরে চলে আসি...... বিদেশে নিজের কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি ঐ বন্ধুটির খবর নেওয়ার সময় তেমন পাইনি, কয়েকটা মেইল করেছি মাত্র আর বার দুয়েক ফোনে কথা হয়েছিল।

তিনমাস পর দেশে ফিরে ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার পথে যখন বাংলাদেশের জলের দরের মোবাইল হতে সবার সাথে গেজিয়ে আড্ডা দিচ্ছিলাম তখন হঠাৎ তার কথা মনে পড়ে যায়, তাকে ফোন করি। আবার শুরু হয়ে যায় আমাদের লাগামহীন ফোনালাপ। তার কলেজ আওয়ারে, বাসায় থাকলে ফিসফিসিয়ে আর রাতে আধো ঘুম আধো জাগরনে। কয়দিন পরেই ১৪১৪ সালের ১লা বৈশাখ আসে, কথামত ডিসি হিলে আমরা এক হই। ডিম সিদ্ধ গরম আর প্রচন্ড ভীরে আমরা দুজনে নববর্ষ পালন করি।

পরে ফিরে আসার সময় তাকে বলি, 'বুড়ি, তোকে মনে হয় আমি ভালোবাসি'। তার উত্তর ছিল, 'ফাইজলামি করার আর মানুষ পাস না'? এরপরও তাকে কতভাবে বুঝিয়েছি....... এভাবে চলতে চলতে একদিন আবারও আমার ঘর ছাড়ার ডাক আসে। মনে আছে এয়ারপোর্টে সেদিন ফোনে দুজন অঝোর ধারায় কেঁদেছিলাম। সে কেন কাঁদছিল জানিনা তবে তাকে আমার ভালোবাসা বিশ্বাস করাতে পারিনি ভেবে আমার কান্না পেয়েছিল সেদিন। জানতাম সেবার দীর্ঘ সময় বিদেশে থাকতে হবে, যতই ভাবছিলাম সে আমার হবেনা ততই কষ্টে আমার কান্না পাচ্ছিল...... দুইদিন পর তার মেইল পাই, সে লিখেছিল- 'তোমাকে এত মিস করব কখনো ভাবিনি, আমার বিশ্বাস করতে মন চায় যে তুমি আমাকে ভালোবাস তবুও যে ভয় হয়।

আমার সে ভয় ভাঙাতে পারবে? তোমার বুড়ি'। সেদিন নিজেকে মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ...... ১৪১৫ আসতে তখন মাসখানেক বাকি, একদিন কথার ফাঁকে সে বলে এই নববর্ষে তোমাকে অনেক মিস করব, আমি তখন মুচকি হাসি আর মনে মনে বলি আমার টিকেট কনফার্ম করা আছে, সব ঠিক থাকলে বৈশাখের আগেই তোমার সাথে দেখা হবে। ঠিক আমি ফ্লাইটে উঠে তাকে টেক্সট করি, 'বুড়ি, এখন মোবাইল অফ করছি, আমি প্লেনে। পাঁচ ঘন্টা পর তোমাকে কল দিব'। ঢাকা এসে যখন তাকে কল দিই তার কন্ঠে কি উচ্ছ্বাস! ১লা বৈশাখে আমরা শহরময় ঘুরে বেড়িয়েছি, শুধু আমি আর সে....... ১৪১৬ ১লা বৈশাখ ও চলে গেল।

এবার আমার বুড়ি লাল সাদা জামা বা হাত ভর্তি চুড়ি পড়েনি, বন্ধুদের সাথে ডিসি হিল বা অন্য কোথাও যায়নি। আমি কত করে বলেছি বাইরে বেরিয়ে আসো ভাল লাগবে, সে বলে আমার বাসাতেই ভালো লাগছে। এবারের ১লা বৈশাখে আমরা সারাদিন এসএমএস খেলে কাটিয়েছি, খারাপ লাগেনি, মোটামোটি ভালো। ইনশাআল্লাহ, আগামী বছর একসাথে আমরা ১লা বৈশাখ পালন করব.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।