আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় বানিজ্য

নাগরিক

কথাসাহিত্যিক আনিসুল হকের একটা আলোচনা শুনছিলাম । আনিসুল হক
বলছিলেন ভালোবাসা একদিনের না । আমাদের সংস্ক্বতিতে ভালোবাসা প্রতিদিনের। আমাদের প্রাচ্য সংস্ক্বতিতে এই হচ্ছে ধারা। ইসলাম, বৌদ্ধ , হিন্দু ধর্মসহ সব ধর্মই এই দর্শনের কথা বলে।


ভালোবাসা দিবস মূলতঃ পচ্ছিমা দেশগুলোতে আদৃত হয়, তাদের সংস্কৃতিগত বৈশিষ্টের কারণে। তাদের পারিবারিক বিচ্ছিন্নতা ও দূরত্বের কারণে বাবা দিবস, মা দিবস , ভালোবাসা দিবস ইত্যাদি তৈরী হয় । বলা হয় বাংলাদেশে এই ভালোবাসা দিবস নিয়ে আসেন সাংবাদিক শফিক রহ মান যিনি বহুদিন পাশ্চাত্যে ছিলেন এবং তখন তার সাপ্তাহিক পত্রিকা 'যায় যায় দিন' এর মাধ্যমে একে জনপ্রিয় করেন। ক্রমান্বয়ে বানিজ্য সংস্হাগুলো এর সাথে যুক্ত হয় এবং নিজেদের বানিজ্য সপ্রসারনের সূযোগ নেয়। মোবাইল ফোন ও টিবি চ্যানেলের মতো করপোরেট সংস্হাগুলো এর সাথে যুক্ত হয়ে একে বিস্তৃতি দেয়।


নানা সংযুক্তি ভালোবাসা দিবসকে উৎসবমুখর করেছে, রংগীন করেছে । কিন্তু ভালোবাসা কি সময়ের সাথে নিখাদ হচ্ছে, সুন্দর হচ্ছে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।