আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় ফরমালিন

আজকাল মাছ ,মাংস শাকসবজি, ফলমূল সবকিছুতেই একটি রাসায়নিক উপাদান ব্যাবহার করা হয় যার নাম হল ফরমালিন। যা দিলে সহজে কিছু পচে না যদিও তা শরীরের জন্য মারাত্মক হুমকি সরূপ। না, ফরমালিন এর সুবিধা অসুবিধা বা এর গুণগান করছি না বলছি যে মাছ ,মাংস আলু, পটল ছাড়া ভালোবাসায়ও যদি ফরমালিন ব্যবহার করা যেত তবে অনেক ভালো হতো। ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, চুটিয়ে প্রেম করে বিয়ে করার পর কোনও স্ত্রী বলতে পারতো না আমি দেখে তোমার সংসার করলাম অন্য কেউ হলে......, কোনও স্বামীও বলতে পারতো না পোষালে থাকো নইলে বিদায় হও। ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, বিয়ের পর প্রিয়তমাকে পেয়ে গর্ভধারিণীকে ভুলে যেতো না কেউ, অবস্থার পরিবর্তনে বন্ধু ভুলে যেত না বন্ধু কে।

ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, ছোট বেলায় স্কুলে শেখা জাতীয় সঙ্গীতের প্রথম দু লাইন ভুলতে পারতো না কেউ, কেউই ভুলতে পারতো না মা, মাটি , মাতৃভূমিকে ।

ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, এমন অনেক ভালো কিছুই হত। কিন্ত, অত্যন্ত দুঃখের বিষয় বাজারে ভালোবাসায় ব্যাবহার করার মতো ফরমালিন পাওয়া যায় না। আর কবে পাওয়া যাবে তা নিয়েও নিশ্চিত নন কেউ। ভালোবাসায় ব্যাবহার করার মতো ফরমালিন কবে পাওয়া যাবে কেউ কি বলতে পারেন???????
আজকাল মাছ ,মাংস শাকসবজি, ফলমূল সবকিছুতেই একটি রাসায়নিক উপাদান ব্যাবহার করা হয় যার নাম হল ফরমালিন।

যা দিলে সহজে কিছু পচে না যদিও তা শরীরের জন্য মারাত্মক হুমকি সরূপ। না, ফরমালিন এর সুবিধা অসুবিধা বা এর গুণগান করছি না বলছি যে মাছ ,মাংস আলু, পটল ছাড়া ভালোবাসায়ও যদি ফরমালিন ব্যবহার করা যেত তবে অনেক ভালো হতো। ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, চুটিয়ে প্রেম করে বিয়ে করার পর কোনও স্ত্রী বলতে পারতো না আমি দেখে তোমার সংসার করলাম অন্য কেউ হলে......, কোনও স্বামীও বলতে পারতো না পোষালে থাকো নইলে বিদায় হও। ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, বিয়ের পর প্রিয়তমাকে পেয়ে গর্ভধারিণীকে ভুলে যেতো না কেউ, অবস্থার পরিবর্তনে বন্ধু ভুলে যেত না বন্ধু কে। ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, ছোট বেলায় স্কুলে শেখা জাতীয় সঙ্গীতের প্রথম দু লাইন ভুলতে পারতো না কেউ, কেউই ভুলতে পারতো না মা, মাটি , মাতৃভূমিকে ।



ভালোবাসায় ফরমালিন দেওয়া গেলে, এমন অনেক ভালো কিছুই হত। কিন্ত, অত্যন্ত দুঃখের বিষয় বাজারে ভালোবাসায় ব্যাবহার করার মতো ফরমালিন পাওয়া যায় না। আর কবে পাওয়া যাবে তা নিয়েও নিশ্চিত নন কেউ। ভালোবাসায় ব্যাবহার করার মতো ফরমালিন কবে পাওয়া যাবে কেউ কি বলতে পারেন??।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।