আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের বন্ধু

মনের জানালা একটা রোগ দেখা দিয়েছে কাছের বন্ধুরা দূরে সরে যাচ্ছে, এইটা আমার কাছে খারাপ লাগার কথা কিন্তু খারাপ লাগছে না। আনন্দিত বোধ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু দামী ক্যামেরা কিনেছে। ভেবেছিলাম তার থেকে ধার নিয়া এদিক ওদিক কিছু ছবি তুলব। কিন্তু তার অসীম দয়াবতী সহধর্মিণী এই জিনিস আমাকে ধার দেয়া থেকে বিরত রাখিয়াছে।

বিয়ের আগের তার যাবতীয় মোবাইল খরচ, নতুন টিওশনি জোগাড় করা, ঝগড়া করার পর তার বর্তমান সহধর্মিণীর সামনে তার পক্ষে সাফাই গাওয়া, নিজের ডেবিট কার্ড অবলীলায় তার হাতে তুলে দেয়া সব কিছুই এখন ধূসর । যুক্তি হয়তো একটিই এই জিনিস আমি নষ্ট করে ফেলবো। ভালই তাদের ক্যামেরা সিন্দুকেই থাকুক। গায়ে হলুদ, জন্মদিন আর বিয়েতেই তা আলোর মুখ দেখুক। বৃষ্টি ভেজা কোন বিকেলে খালি ভাবি ছবি তোলার কত সাবজেক্ট হারিয়ে যাচ্ছে একটি ভাল কামেরার জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।