আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের নৌকা

দূরে ছিলে, শান্ত উপকূল থেকে ঝড়ের দূরত্বে মেঘে মেঘে ছিলনা দুর্যোগ সংবাদ আমি থাকি, অন্য অপ্রিয় আবর্তে আমাদের ছিলনা অভিন্ন অপবাদ। অগোচরে কত কী হয়! কে লুট করে নেয় কারে যখন তখন বিপদ সংকেত বুঝে না বুঝতে চায় না মানুষের মন। যৌথতার ক্ষণ ক্রমে ফিকে হয়ে আসে বোকা প্রশ্বাস মিশে দমকা বাতাসে অবশ্যম্ভাবী ঝড়ের আভাসে বোঝাপড়া দায়, ভেসে যায় কাগজের নৌকায় অবুঝ উত্তাল ক্ষমাহীন দরিয়ায়। অতলে, অন্তহীন অতলে খুঁজে পাবে না কিছু নাই কোন পৃথক নাম। আমিও ছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।