আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের প্রেম

সময় জ্বলে যায় ইচ্ছার বিপরীতে এক-একটি দিন খসে পড়ে যায় মনের ব্ল্যাক বোর্ডে আমার প্রেমের কবিতা যেদিন তুমি মুছে দিলে আর বললে বাস্তবতা হিংস্র মুহুর্তেই ধুমড়ে-মুচড়ে গেলো আমার জোৎস্নাঅভিসার এ যেনো কাগজের প্রেম- তবুও তো ফের ভালোবাসতে চায় ভালোবাসতে চায় বেহায়া মন তোমার অস্তিত্ব টের পাই আজও তোমার শিউলিমাখা গন্ধ পাই কপালে বড় লালটিপ, নাদুস-নুদুস শুভ্র তনুর কাঁপন প্রভাত বেলার স্বর্গীয় সমীরে লেগে থাকা ঘুম-ঘুম আঁখির চাহন পায়ের ছন্দ ছড়ানো আওয়াজ....... এখোনও টের পাই আর তখনি মাতাল হয়ে যায় বেহায়া মন........... বিষাদ আব্দুল্লাহ (১৮.০৫.২০১৩, শনিবার)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।