আমাদের কথা খুঁজে নিন

   

বহুরূপী

"যে মানুষ ইতিহাস সৃষ্টি করে, তার ইতিহাস লেখার সময় থাকে না।" বহুরূপী দেখেছি তোমায় সাগরজুড়ে মনের মাঝে দুঃখ এলে। ভোরাই সুরে কখনো তুমি সদ্যঝরা শিউলী ফুলে। নীল শালুকের বৃন্তদ্বারে বিন্দু বিন্দু রুপোলিরেখা। আগুন বুকে সূর্যটাও বুঝি আজ তাই, রামধনু আঁকা। তোমায় পেলে পর্নমোচী জীবন পায় নতুন করে। ঝরাস্বপ্ন তাই বুঝি আজ স্বপ্ন দেখে নতুন সুরে। কবির কাছে স্বপ্নপরী বিঞ্জানের কাছে তুমিই প্রান। আমার কাছে খালি আজ তুমি জমাটবাঁধা অভিমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।