আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ- 127 hours (2010)

এখন এখানে http://www.movieloversblog.com/farhinsk ╚»★ 127 Hours (2010) ★«╝ http://www.imdb.com/title/tt1542344/ ফক্স মুভিস এ এই মাত্র শেষ হয়ে গেলো 127 hours। । আমার এই অপটু লেখনীতে এমন একটি মুভির রিভিউ লিখতে গিয়ে আঙুল গুলো থেমে যাচ্ছে বারবার... এক দুঃসাহসিক - বেপরোয়া- দুরন্ত পর্বতারোহীর নাম অ্যারোন রালস্টোন ... পাহাড়ি পথে চলতে অ্যারোন সব সময় সহজ পথটার চেয়ে বেছে নেয় বিপদ সঙ্কুল পথ টা, তার ভাষায়- " এটাই হচ্ছে কুল ওয়ে"... উঁচুনিচু রুক্ষ প্রান্তরের অনেক অজানাকে আছে তার জানা, উষর মরুর বুকে কোথায় স্বচ্ছ জলের টলটলে ঝর্ণা, কোথায় লু হাওয়ায় কেশর উড়িয়ে ছুটে চলে বন্য ঘোড়ার দল, অ্যারোনের অ্যাডভেঞ্চার পিপাসু চোখ খুঁজে ফেরে তাই। সুন্দরের মাঝেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর...মরুময় পার্বত্য অঞ্চলের যে সুন্দর বারবার টেনে নেয় অ্যারোন এর মতো রোমাঞ্চ প্রত্যাশীদের, তার মাঝেই যন্ত্রণাদায়ক করুণ বিভীষিকাময় মৃত্যু থাবা মেলে রয়। অ্যারোন পা হড়কে পড়ে যায় পাহাড়ের ফাটলে, তার ডান হাতটা এক বিশাল পাথরের ফাঁকে চাপা পড়ে, অসহায় অ্যারোনের পক্ষে কোন মতেই সম্ভব হয়না সেই পাথর সরিয়ে নিজেকে মুক্ত করার, নিরুপায় হয়ে কনুইয়ের কাছ থেকে হাতটা কেটে ফেলার চেষ্টাও ব্যর্থ হয়, কারন তার খামখেয়ালীপনার জন্য পর্বতারোহীর ছুরিটাও সে ফেলে এসেছে বাড়িতে।

সম্বল বলতে কেবল আধ বোতল পানি, কয়েকটা বিস্কুট আর নেইল কাটার এর ভোঁতা এক ইঞ্চি চাকু... প্রাণোচ্ছল দুরন্ত অ্যারোনের দিকে ধীরেধীরে এগিয়ে আসতে থাকে মৃত্যু... সঙ্গে থাকা ক্যামেরায় বাবা মা কে বিদায় জানিয়ে ভিডিও করে সে, আর অনুরোধ জানায় কেউ তার লাশটা খুঁজে পেলে যেন এই ভিডিওটা পৌঁছে দেয় তাদের কাছে......। মৃত্যু এগিয়ে আসছে অ্যারোনের দিকে, একদিকে প্রবৃত্তি-অন্য দিকে প্রাণ, অ্যারোন শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচবার জন্য মরিয়া। মুভির ভয়াবহ কিছু দৃশ্য দেখে যখন গা গুলিয়ে উঠছিলো, তখন বাস্তবতা যেনো আমার চোখে দংশন করলো, অ্যারোনের মত বেঁচে থাকার স্পৃহা আছে যাদের, তারাই শুধু পারে এমন করে মৃত্যু কে চোখ রাঙাতে,আপনার আমার মতন ঘরকুনোরা তাই নিজেদের দিয়ে অ্যারোন রালস্টোন কে বিচার নাইবা করলাম। সিনেমা তো আমরা কতই দেখি, কিন্তু ক'টা সিনেমা আমাদের সত্যিকারের অভিজ্ঞতার স্বাদ দেয় বলুন তো? পরিচালকের মুন্সিয়ানা আর ক্যামেরার অভাবনীয় কৌশলে পর্বত মালার চোখ ধাঁধানো সৌন্দর্য আমারও হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে, অ্যারোন এর সাথে কাঁচের মতন ঝকঝকে পাহাড়ি ঝর্ণায় ডুব দিয়েছি আমিও,তন্দ্রাচ্ছন্ন তার দুঃস্বপ্নগুলো ভেসেছে আমার চোখেও আর তার অবর্ণনীয় কষ্টের ভাগ আমি নিয়েছি। ।

উপমহাদেশের প্রখ্যাত সুরকার এ আর রাহমান এর আবহ সঙ্গীতে সত্য ঘটনা অবলম্বনে জীবনের অন্য রকম এক অভিজ্ঞতার নাম 127 hours। এটি শুধু দেখবার নয়, সংগ্রহে রাখবার মত, অস্তিত্ব দিয়ে অনুভব করবার জন্য একটি মুভি, ঝিমিয়ে পড়া জীবনে নতুন রোদের উত্তাপ পাবার জন্য একটি মুভি। মুভিটির সত্যিকারের স্বাদ পেতে hd/ br rip এ দেখার পরামর্শ রইল...। ডাউনলোড করুনঃ [720p] 127 Hours BRRip (2010) 600MB x264 MKV [Mediafire Links] http://www.mediafire.com/?3xm1mmunt9gutkk http://www.mediafire.com/?visj4kcsn9d07jt http://www.mediafire.com/?jolgl84rqb8mw41 http://www.mediafire.com/?djk3zs2vbg3vn4d টরেন্ট লিঙ্কঃ 720p BrRip x264 - 650MB - YIFY লেখাটি পুর্বে সংক্ষিপ্ত আকারে মুভিপাগল ফেসবুক পেইজ এ প্রকাশিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.