আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমশ

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে ক্রমশ ভালোবাসা আর আবেগের পীড়াপিড়ি বেড়ে চলছে; নাজাত হয়ে যাক এইসব চারিদিক, না দেখা সুন্দর কাছে ভিড়ুক, দেহের উপর ভর করুক অপরুপ চাহনি, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মিটে যাক, পেন্ডুলামের ফিরতি পথ সমাপ্তির আগে। ক্রমশ আমিও আগের চেয়ে অনেক বেশি ঢের বেশি ক্ষুধার্ত,ঠিক খোদার মতোই, ক্রমশ লোমশ বুকের হাতছানি নরম নরম স্পর্শের বেড়ে যাচ্ছে। দিকহীন চলাচল, অস্থির চারপাশ, ভাবান্তর নেই আমার, মরুক সব, ধর্ষিত ধূসর শব, তাতে আমার কি? আমি চাই তোমাকে, আমার মতো করে, রাষ্ট্রের যাঁতাকলে মরুক সব, তুমিও ভেবে নাও মরুক সব, তাতে কার কি? ক্রমশ আজকাল ক্ষুধার্ত আমি,ঠিক খোদার মতোই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।