আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনি এখন যমুনা নদির তীরে ভাঙ্গা এক দোকানে-

অজানাকে জানতে এক দূর্নিবার যাত্রা। খুব অল্প সময়ে কোটিপতি বানানোর কারিগরদের নিয়ে এই ছোট পোষ্টঃ- আজাদ একটি ছেলের নাম।যে ২০০৮ সাল থেকে ডেসটিনি করতো আর আমাদের প্রায় ই বলতো- একদিন সে হবে বাংলাদেশের ভিআইপি নাগরিক যদিও সে নিজের নামটা ভাল করে লিখতে পারে না কিন্তু বোঝার ঊপায় নেই কেনোনা সর্বসময় সে টাই স্যুট পরে চলতো আর আমাকে প্রায় ই বলতো তোমরা হয়তাসো শিক্ষিত গাধা আমরা যা পারি তোমরা তা চিন্তাও করতেও পারো না। অবস্য কিছূটা ঠীকই বলেছে যে নিজের নাম লিখতে পারে না সে বলে তার একদিন ইন্ডাস্ট্রি হবে আর আমাদের মত শিক্ষিতেরা সিভি নিয়ে যাবে তার কাছে চাকরির জন্য- মাঝে মাঝে শুধু বলতাম ইন্ডাস্ট্রি হবে কবে পড়ালেখা তো সেসের দিকে ও শুধু বলতো এই তো আর কয়ডা দিন- ওর বাবার অনেক টাকা ছিলো তাই বাপকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়ে টাকা নিতো আর আমাদের সামনে এমন ভাবে চলতো যেনো মাসে ১/২ লাখ টাকা কামায়। মাঝে মাঝে চা কফি ও খাওয়াত আর স্বপ্নের কথা বলতো- হটাৎ সেদিন আমার এক বন্ধুর মুখে শুনলাম সেই আজাদ নাকি এখন যমুনা নদীর তীরে একদম চর এলাকায় ছোট্র একটা পান/বিরি ও চায়ের দোকান দিসে প্রতিদিন পানি দেখতে যাওয়া মানুষদের কারোনে বেচাকেনা ও নাকি ভালোই হয়- হায়রে ইন্ডাস্ট্রি , হায়রে ডেস্টিনি ,আর কত দেখব এই আমি .......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।