আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনি রোগী

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

জনাব ‘ফ আলী’ তার স্যারের কাছে গিয়েছেন। তার স্যারের নাম আকবর হোসেন। স্যারের অনেক ছাত্র রয়েছে, যারা ইতোমধ্যেই বিভিন্নভাবে প্রতিষ্ঠিতো। তো দেখুন জনাব ফ আলি তার স্যারের সাথে কিরকম করছেন. . . স্যার স্যার আপনার কি কি লাগবে স্যার? ফ আলী, আমার কিছু লাগবে না। স্যার আপনার জুতোতে তো ময়লা নেই, একটু ময়লা লাগিয়ে পরিষ্কার করে দিই স্যার? স্যার ধমকের সুরে বললেন, কি? না স্যার, আপনার জন্য এই অধম কিছু করতে চায় স্যার।

এতো বার বার স্যার বলোনা! চলে যাও এখান থেকে. . . স্যার আপনার পা’টা একটু টিপে দেই স্যার? ওহ্! বিরক্ত করোনাতো! ফ. আলী স্যারের পা টিপতে টিপতে, স্যার আপনি যাই বলুন না কেনো ”ডেসটিনি-- শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক বিপ্লবও বটে। " হুমম আমি জানি। স্যার তাহলে আপনি আসবেন? না, আমার সময় হবে না! স্যার প্লিজ। আপনি উপকৃত হবেন, আপনার অনেক টাকা হবে। দেখো, আমার এতো টাকার দরকার নেই! তুমি কি যাবা? নাকি তোমার গালে আস্তে করে একটা চড় দিবো? একটা কেনো? দুটো দিন স্যার।

তাও. . . এরপর ঠাস করে. . . তোমার বসে বসে টাকার দরকার? রাস্তায় ভিক্ষুকও বসে বসে টাকা কামায়!! এই নেও ২০ টাকা, যাও ভাগো. . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।