আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনি...

জীবন টা একটা বইয়ের পাতার মত যত উল্টাবে ততই জানবে !!!

ডেসটিনি সম্পকে একজন ভাই যে ব্লগ লিখেছেন আসলে খুব ভাল লিখেছেন । তবে সমালচনা করায় আপনাকে অনেক ধন্যবাদ । আমার দু'জন বন্দু ডেসটিনিতে কজ করে একজন ১৫০০০ টাকা দিয়ে জয়েন করছিল আরেক জন ১০০০০ টাকা দিয়ে জয়েন করছে । একজন বেকার আরেকজন সরকারি চাকরি করে । মজার বেপার হল যে সরকারি চাকরি করে সে ডেসটিনিতে এখনো সফল ভাবে কাজ করছে ,আর যে বেকার সে কাজ করতে পারছেনা ! এবং সফল ও হয় নাই । এবার বেকার জনের কথা শুনাযাক , আমি তাকে জিজ্ঞেস করলাম কিরে তুই নাকি ডেসটিনিতে জয়েন করছিলি সে মাথা চুলকিয়ে আমাকে জবাব দিল হু , তো কাজ টাজ কেমন চলে ,আরে বেটা রাখ তোর কাজ টাজ আমাকে দিয়ে এ সব হবেনা জয়েন করতে বলছে করেছি !!!! আপনি যদি কোন কাজ করার আগে চিন্তা করেন আমাকে দিয়ে এসব হবেনা বা আমি এসব কাজ পারবোনা তা হলে আপনার প্রতি আপনার বিশাস কতটুকু ? যে জন সরকারি চাকরি করে তাকে বললাম কিরে তোর কাজ কেমন ? সে বলল দেখ দোস্ত তুই তো জানিস আমি কোন কাজ করলে চিন্তা ভাবনা করেই করি , হ করিস তা কি চিন্তা করেছিস , আমি ভাবলাম আমি যদি আমার কাজ শেষে কিছুটা সময় ডেসটিনিতে দেই তাহলে আমার বিশাস আমি সফল হব ।সব শে ষে একটা কথা বলি ,আমি ভাল হলেই কিন্তু আরেকজন কে আমি ভাল করতে পারবো !!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।