আমাদের কথা খুঁজে নিন

   

পরিবর্তনের হাওয়া

গতকাল দেশের পত্রিকাগুলো সবচেয়ে বেশি আলোচ্য দুটি সংবাদের একটি প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের মরদেহ ও বর্তমান সরকারের সর্বাধিক সমালোচিত মন্ত্রী আবুল হোসেনের পদত্যাগ। এর আগে এই সরকারের আরেক মন্ত্রী সুরন্জিত বাবু ও একই অভিযোগে (দূ্র্নীতির) অভিযুক্ত হয়ে পদত্যাগ করেন। দেড়িতে হলেও যে আবুল হোসেন পদত্যাগ করলেন এটাকে আমি সাধুবাদ জানাই, কারন অভিযুক্তদের চোখে আংগুল দেখিয়ে দিনের পর দিন দূ্র্নীতি করার দিন শেষ। আবুল হোসেন পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পদত্যাগের যে ধারা সৃষ্টি হল তা আগামী দিনের সুন্দর রাজনীতির একটি আগাম হাতছানি ই বটে। নব্বই এর গণঅভ্যুত্থানের পর দেশের কুলশিত রাজনীতি থেকে জাতি কোনোভাবেই বের হয়ে আসতে পারছিলোনা।

ওয়ান ইলিভেন থেকেও আমরা তেমন কোনো কিছুই শিক্ষা নিতে পারিনি। কিন্তু আর কত? এখন সময় এসেছে পরিবর্তনের। কাউকে খুব বেশি বাড়তে দিলে হয় সে এক সময় অন্যের দ্বারা ধরাশায়ী হবে অথবা সে নিজে থেকেই নিজেকে শুধরে নিবে। ওবাইদুল কাদেরের কথাই আসুন। ৯৬ এর নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়ীত্তে থাকাকালীন টার সীমাহীন দূ্র্নীতি ও স্বজনপ্রীতির কথা কম বেশী সবারই জানা।

কিন্তু বর্তমান সরকারের সাড়ে তিন বছর শেষে মন্ত্রীত্ব পাওয়া এই ব্যাক্তির কথা ও কাজ আমুল পরির্তনে আমি অভিবুত। তার এই পরিবর্তন নিঃসন্দেহে সরকারের অন্যদের ও চোখে কিছুটা হলেও ধাধা লেগেছে। এক্ষনি না হলেও তার পথে যে বাকিরা আসবেনা সেকথা উড়িয়ে দেয়া যায়না। এটকে আমি পজিটিভলীই দেখতে চাই। আমিও ভাবতে চাই ইউরোপের উন্নত দেশগুলো মত আমার দেশেও একদিন সুষ্ঠ ধারার রাজনীতি চর্চা হবে।

পরিবর্তনের এই হাওয়া অব্যহত থাকুক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।