আমাদের কথা খুঁজে নিন

   

ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজার স্বাভাবিক

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজার ঠিক হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি শেয়ারবাজারের নাজুক অবস্থা স্বীকার করে বলেন, আমরা চেষ্টা করছি। চেষ্টা অব্যাহত আছে। নানাভাবে আমরা বাধাগ্রস্থ হচ্ছি। আশা করছি ডিসেম্বরের মধ্যে মার্কেট ঠিক হয়ে যাবে।

” রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাজার স্বাভাবিক করতে সরকারের ডিমিউচ্যুয়ালাইজেশনের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন আবুল মাল আবদুল মুহিত। এ বিষয়ে তিনি বলেন, “আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা করা সম্ভব হবে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ২০১১ সালের পাঁচ কোটি টাকা লভ্যাংশের চেক গ্রহণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিএসবি (বাংলাদেশ শিল্প ব্যাংক) ও বিএসআরএস (বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা) একীভূত করে বিডিবিএল করা হয় বলে অর্থমন্ত্রী বলেন ।

প্রতিষ্ঠানটি সর্ম্পকে অর্থমন্ত্রী বলেন, বিডিবিএল পাঁচ কোটি টাকার চেক দিয়েছে। টাকার অংকে এটা কম হলেও আমার ভালোই লাগছে। কেননা সরকারি প্রতিষ্ঠান লাভের মুখ খুব কমই দেখে। ” ডিসেম্বরের মধ্যে বাজার স্বাভাবিক গতি ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী । সূত্র।

শেয়ারনিউজ ২৪ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।