আমাদের কথা খুঁজে নিন

   

ডিসেম্বরের সকাল

পারভেজ

: হ্যালো.. : কয়টা বাজে এখোনো নবাবের ঘুম ভাংগে নি? : কয়টা বাজে? : ১২টা.. : হুমম : ক্লাসে যাবে না? : হুমম : কখন যাবে? : এই তো উঠেই। : আমি যাবোনা.. : কেনো? : আজ যে ওয়েদার কার ক্লাস করতে ইচ্ছা করে? কি সুন্দর বোদ আবার কুয়াশা। ডিসেম্বরটাই এই রকম তাই না? : হুমম : চলো ২জনে মিলে ঘুরি.. : কোথায় যাবে? : ৮নং লেকে চলো? : হালকা রোদ বসে থাকলে অনেক ভালো লাগবে? : আর ক্লাস কে করবে? : ধুর ক্লাস করে কি হবে? কোনো মতে ফার্ষ্ট ক্লাস থাকলেই হবে? : আরে পাগল ওটাও যদি না পাও? : না পেলে নাই, তোমার এতো ভাবতে হবেনা। : আমি না ভাবলে কে ভাববে শুনি? : হুমম ক্লাস করবোনা ব্যাস.. : ঠিক আছে আমি ক্যাম্পাসে যাচ্ছি, তুমি চলে এসো একসাথে বের হবো। : ওকে। তাড়াতাড়ি উঠে পড়। : আচ্ছা তুমি কি বিয়ের পরও আমাকে এই রকম ভাবেই ঘুম থেকে তুলবে? : আরে তখন যে আরও কত জালাবো হাড়ে হাড়ে টের পাবে? এখন তাড়াতাড়ি উঠে পড় জান... : উঠছি..... : রাখি..? বায়। : বায়...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।