আমাদের কথা খুঁজে নিন

   

একটু সচেতনতা....

'০৯ ব্যাচের EEE এর এক আপু গতকাল বাস থেকে নামতে গিয়ে দূর্ঘটনায় পড়ে এক পা হারালো... '০৯ ব্যাচের ই সম্রাট ভাই প্রাণ হারিয়েছেন বাসের চাকার নিচে পড়ে। দুই বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছে আমার সাথে কিন্তু ভাগ্যে ভালো যে সেটা বাস না মোটর সাইকেল ছিলো। "বাসে উঠতে/নামতে গিয়ে চাকায় পিষ্ট" এই শব্দগুলো পরিচিত মনে হচ্ছেনা আপনাদের??খবরের কাগজে কিন্তু প্রায় ছাপানো হয়! প্রতিনিয়ত অহরহ এই রকম ঘটনা ঘটে চলেছে...কতগুলো জানা যায় আর কতগুলো অজানাই রয়ে যায়...গতকাল শাম্মা আপুর জায়গায় আমাদের কেউ থাকতে পারত...থাকতে পারত কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটি...একবার ভাবুন তো কি ঘটত তাহোলে??!!! এর প্রতিবাদে কি করা হয়?? একটা মানব বন্ধন। ফলাফল??? কয়েকটা টিভি চ্যানেল আর সংবাদপত্র ছাপানোর জন্য কিছু খবর পাবে এই আর কি...বাস ড্রাইভার রা কি জানতে পারছে যে কোথায় কোন দূর্ঘটনা ঘটছে আর কোথায় নিরাপদ সড়কের জন্য মানব বন্ধন হচ্ছে??? কয়েকটা গাড়ি ভাংচুর করলে তাদের টনক নড়ছে । কিন্তু ভাংচুর কি কোনো সমাধান হতে পারে??...এটা তো সমস্যাটাকে আরো বিশ্রী করছে...আর আমরা কেনোই বা নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করবো??...একটা গাড়ির পিছনে কতগুলো মানুষের বেচে থাকা নির্ভর করে সেটাও তো ভুলে গেলে চলবে না।

আর এজন্যই অন্য পদক্ষেপ নেওয়া দরকার... গাড়ির ড্রাইভার আর হেল্পার গুলো মূর্খ । এদের কে বুঝিয়ে বললে আমার মনে হয় না খুব একটা লাভ হবে । এরা আবার সেই আগের মতই চলবে। কিন্তু এদের বাসে কারা চড়ে?? আমরাই তো...আমাদের জন্যেই ওদের পেট চলে । আমরা যদি নিজেরা একটু সাবধান হতে পারি তাহোলে খবরের কাগজে কোনো খারাপ সংবাদ এর সাথে আপনার ছবি অন্তত আসবেনা।

আশেপাশে ভালো মত একবার দেখে রাস্তা পার হবেন । ওভার ব্রিজ গুলো কি সরকার সৌন্দর্য বর্ধনে বানিয়েছে?? একটু সময় নিয়ে ওভার ব্রিজ ব্যবহার করলেই তো হয়...সময়ের মূল্য জীবনের থেকে বেশি হওয়া সম্ভব না!!চলন্ত বাস এ উঠা/নামা টা বাদ দেন। আপনি Iron Man না টারজান ও না। বাস তো আরো আসবে জানালা ধরে ঝুলে যাওয়ার কোনো মানে নেই বাস আরো আসবে । আর সব থেকে ভালো হয় যদি লোকাল বাসগুলো Avoid করা যায়।

যেখানে জীবনের থেকে সময়ের মুল্য কম টাকার মুল্য তো নগন্য । //আর ড্রাইভার সাহেব দের কেও কিছু কিছু জিনিস জানানো দরকার। এখন সেই জানানোটা কিভাবে সম্ভব সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আপনাদের আইডিয়া জানার জন্যেই আর কয়েকটা জিনিস মনে করিয়ে দেওয়ার জন্যেই মূলত আমার এই নোট লেখা। কোনো আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করবেন।

\\ একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। সাবধানে থাকুন,সুন্দর জীবন যাপন করুন। আর যেন কাউকে এরকম অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হয়ে জীবন হারাতে বা এলোমেলো করতে না হয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.