আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসা শাস্রের প্রতিভাবান বিজ্ঞানী ইবনে সীনা । যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বালা হয় । আসুন এই মহান বিজ্ঞানীর জীবন সম্পর্কে একটু জেনে নেই ।

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা । সূচনা : বহুমুখী প্রতিভাধর বিজ্ঞানী ইবনে সীনা জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক অবদান রেখেছেন। এই প্রবন্ধে আমরা তাঁর জীবন ও সাধনার একটি চিত্র তুলে ধরব। জন্মসন ও জন্মস্থান : আবু আলী হোসাইন ইবনে সীনা বুখারা (যা বর্তমানে উজবেকিস্তানের অন্তর্গত) এর আফসানা নামক স্থানে ৯৮০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন।

শৈশব ও কৈশোর : ইবনে সীনার পিতা আবদুল্লাহ একজন জ্ঞানপিপাসু মানুষ ছিলেন। তিনি তাঁর পুত্রের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করেন। ইবনে সীনার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। মাত্র ১০ বছর বয়সে তিনি পবিত্র কোরআন শিক্ষা করেন এবং আরবী ভাষা আয়ত্ত করেন। এ ছাড়া আরও বিভিন্ন বিষয়ে তিনি অল্প বয়সেই পারদর্শী হয়ে ওঠেন।

ইবনে সীনা কৈশোরেই ‘হাকিম’ উপাধিতে ভূষিত হন। আরবী ‘হাকিম’ শব্দ দ্বারা ‘বিজ্ঞানী’, ‘প্রজ্ঞাবান’ ইত্যাদি বোঝায়। কৈশোরে চিকিৎসাকার্যে সাফল্য: মশহুর জীবনীকার ইবনে খাল্লিকান বলেন, মাত্র ১৬ বছর বয়সেই ইবনে সীনার নিকট প্রসিদ্ধ চিকিৎসাবিদগণ চিকিৎসাশাস্ত্র ও তার অভিনব চিকিৎসা প্রণালী শিক্ষা করতে আসেন। এই ১৬ বছর বয়সেই ইবনে সীনা বুখারার সুলতান নূহ ইবনে মানসুরের এক কঠিন রোগের চিকিৎসায় অসাধারণ সাফল্য অর্জন করেন এবং তাঁর শাহী-চিকিৎসক নিযুক্ত হন। সুলতান তাঁকে এর জন্য পুরস্কৃত করতে চাইলে ইবনে সীনা তখন সুলতানের বিখ্যাত সুবৃহৎ কুতুবখানা (লাইব্রেরী) -এ অধ্যয়ন করার অনুমতি চান।

অসামান্য প্রতিভাবান ইবনে সীনা এই গ্রন্থাগারে দুরূহ গ্রন্থাবলী নিবিষ্টচিত্তে অধ্যয়ন করতে থাকেন। রচিত গ্রন্থাবলী: ইবনে সীনা রচিত ২১টি সুবৃহৎ গ্রন্থ ও ২৪টি ক্ষুদ্র গ্রন্থের বর্ণনা পাওয়া যায়। জ্ঞান-বিজ্ঞানের এই মহান সাধক দর্শন, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যামিতি, ভাষা-তত্ত্ব, সংগীতশাস্ত্র প্রভৃতি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। এর ভেতরে ১৮ খণ্ডে সমাপ্ত দর্শনশাস্ত্র বিষয়ক গ্রন্থ ‘আশ-শিফা’ বিশ্ববিখ্যাত একটি গ্রন্থ, যেখানে তিনি আত্ম‍ার রোগ নিরাময়ের দার্শনিক ব্যাখ্যা প্রদান করেছেন। ‘কানুন ফিত-তিব্ব’ শীর্ষক চিকিৎসাশাস্ত্র বিষয়ক সুবৃহৎ গ্রন্থ ইবনে সীনার শ্রেষ্ঠ অবদান হিসেবে স্বীকৃত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.