আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই--পুরো সিরিজ

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে ক. মুনাঃ চশমাটা খুলুন। (বাকের ভাই চশমা খুললেন) এখন বলুন রিকশাওয়ালাটাকে মার খাওয়ালেন কেন? বাকের ভাইঃ মারলাম কোথায়!? একটু টিপে দিয়েছি। মুনাঃ আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখব বাকের ভাইঃ তুমি Angry হচ্ছ কেনো? অকারনে Angry is bad for health. মুনাঃ কথায় কথায় ইংরেজি বলবেননা। যে ভাষাটা জানেননা সেটা বলতে জান কেন? বাকের ভাই (অবাক হয়ে): আমি ইংরেজি জানিনা!! Who told! Wrong information very wrong information. খ. বদিঃ যান কই বাকের ভাই। বাকের ভাইঃ (মুনা কে) রিকশা ঠিক করে দিয়ে আসি।

মেয়ে ছেলে সব কিছু করতে পারে কিন্তু রিকশা ঠিক করতে পারেনা। বদিঃ বাকের ভাই সিগারেট উলটা হইসে। (রিকশা ওয়ালা পাওয়ার পর) বাকের ভাইঃ আই খালি স্টপ। স্টপ। নো মুভমেন্ট।

রিকশাওয়ালাঃ কই জাইবেন? বাকের ভাইঃ কথা বলবেনা। কথা কম কাজ বেশি। less talk, more walk. গ. বাকের ভাইঃ মুনা মেয়েটা আমাকে খুব লাইক করে। বদিঃ আপনাকে লাইক না করে উপায় আছে? বাকের ভাইঃ মাঝে মাঝে অবশ্য খুব রাগ দেখায়। বদিঃ মেয়েছেলের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা।

বাকেরঃ কারেক্ট। আজিজ মিয়া গান দাও। বদিঃ হাওয়ামে উরতা গানটা দাও। ঐটা বাকের ভাইয়ের হিট গান। ঘ. মুনাঃ কি ব্যাপার? বাকের ভাইঃ ভাল আছো? মুনাঃ মানে আপনি রাত ১২ টার সময় খবর নিতে আসছেন আমি ভাল আছেন কিনা? বাকের ভাইঃ না মানে তোমার মামী কেমন আছেন? মুনা; মামীর খবর তো বিকালে নিয়ে গেলেন! বাকের ভাইঃ না মানে সিরিয়াস রোগী তো।

তাই মনে মধ্যে ওল দা টাইম চিন্তা। মুনাঃ চিন্তা দূর করুন মামী ভাল আছেন। বাকের ভাইঃ গুড। আজ সকালে তোমার অফিসে গিয়েছিলাম। মুনাঃ কেন? বাকের ভাইঃ পাশ দিয়ে যাচ্ছিলাম তো।

ভাবলাম একই পাড়ার মেয়ে খবর নিয়ে যাই। মুনাঃ ওহ পাড়ার মেয়েদের জন্য তো আপনার খুব দরদ। বাকের ভাইঃ কি যে বল দরদ থাকবেনা!! এই দুনিয়া থেকে সবই তো উঠে গেছে খালি দরদটাই তো বাকি আছে। মুনাঃ তা আপনি আপনার সব দরদ নিয়ে বাসায় চলে যান। বাকের ভাইঃ মামুন সাহেবের সাথে বিয়ে কবে হচ্ছে? মুনাঃ খুব শিগগিরিই হচ্ছে।

যখন হবে তখন আপনাকে দাওয়াত দিব আপনি এসে খেয়ে যাবেন। বাকের ভাইঃ মামুন সাহেব লোক কেমন? খুব মাই ডিয়ার টাইপ? মুনা কপাল কুচকায় তাকিয়ে থাকে বাকের ভাইঃ মুনা এক গ্লাস পানি খাব। মুনাঃ অকারনে যন্ত্রনা করবেননা। আপনি আপনার বাসায় যান। গিয়ে এক গ্লাস কেন! এক বালতি পানি খান।

এখন যান। বাকের ভাই গিয়ে আবার ফেরত আসল। মুনাও পানির গ্লাস নিল। বাকেরঃ নাহ ভাবলাম পানি না খেয়ে গেলে তোমার অমঙ্গল হবে। তোমার অমঙ্গল হবে ভাবতেই খুব খারাপ লাগছে।

মুনা হাওয়ামে উড়তা যায়ে ক্যাসেটটা ফেরত দিল। মুনাঃ গান হয় না। তিনজন মুর্তির মত বসে থাকেন দেখতে খুব খারাপ লাগে। ঙ. বদিঃ চান মিয়া ভাল আছো? সেদিন মাথা কামায় দেওয়ানের পরে মনে দুঃখ পাইসিলা? চান মিয়াঃ অল্প পাইসিলাম। বেশি না।

গরীব মানুষের দূঃখ তো ভাইজান। বেশিক্ষন থাকেনা। বড়লোক এর দুঃখ হইলে সমস্যা। একেকটা দুঃখ ৩-৪ বছর থাকে। বদিঃ ট্রুথ।

মনে কোন দুঃখ রাখবানা। কারন বিবাহের আগে আমি সবার হাসি মুখ দেখতে চাই। কারন কবি বলেছেন………………… কি বলেছেন মনে আসতেসেনা। যখন মনে আসবে তোমাকে এসে বলে যাব। বিয়াতে আসবা।

চান মিয়াঃ আপনি লোক ভাল ভাইজান। আপনি লোক ভাল। বদিঃ টাচি ডায়লগ দিবানা। আমি স্যাড হয়ে যাই। চ. বাকের ভাই জেলে, মুনা দেখতে গিয়েছে বাকের ভাইঃ আরে মুনা! কি আশ্চর্য! কেমন আছ? মুনাঃ ভাল আছি।

বাকের ভাইঃ তুমি আসবা চিন্তাই করিনাই। বস। মুনাঃ কোথায় বসব? মেঝেতে? বাকের ভাইঃ দাঁড়াও চেয়ার দিতে বলি। সেন্ত্রি। মুনাঃ লাগবেনা বাকের ভাই।

বাকের ভাইঃ মুনা কেমন আছ। মুনাঃ ভাল যে আছি একটু আগেইউ বলেছি। বাকের ভাইঃ তুমি আসায় আমার কিজে ভাল আল্গছে। মাথাটা এলোমেলো হয়ে গেছে। মামুন সাহেব কেমন আছেন? মুনাঃ আমি আপনার ধুঙ্কর (হুমায়ুন ফরীদী) এর কাছে গিয়েছি।

সে বলেছে সে আপনার কেস নিবে। আপনাকে বের করে আনবেন। বাকের ভাইঃ তাতো আনবেনি। জামিন তো ওর জন্য কিছু না। পানি ভাত।

মুনাঃ একাহ্নে হাজত ঘরে একা একা থাকতে আপনার খারাপ লাগেনা? বাকের ভাইঃ কি আর করার। তবে ঐ হাওয়ামে উড়তা যায়ে গানটার জন্য মনটা খুব টানে। মুনাঃ পৃথিবীতে এত গান আছে। ঐ একটা গান এর মধ্যে আপনি কি পেলেন বলেন তো? বাকের ভাইঃ পৃথিবীতে এত পুরুষ মানুষ আছে। কিন্তু তোমার পছন্দের পুরুষ মানুষ তো একটাই।

মামুন সাহেব। মুনাঃ বাকের ভাই আমি যাই। বাকের ভাইঃ আরেকটু থাকো। মুনা। ২ মিনিট।

মুনাঃ ২ মিনিটে কি হবে বাকের ভাই? বাকের ভাইঃ ২ মিনিট কিন্তু কম না বাকের ভাই। ফাসির আসামীর জন্য ২ মিনিট অনেক সময়। ছ. বাকের ভাইয়ের ফাসির আগের দিন রাতে পুলিশ ইন্সপেক্টর। পুলিশঃ কিছু খাবেন? পছন্দের কিছু? বাকের ভাইঃ খুব থান্ডা এক গ্লাস পানি। আর পছন্দের একটা গান ছিল, সেটা খুব শুনতে ইচ্ছা করছে।

ইউটিউবের পুরো সিরিজ--৫৬ খন্ডে ---------- হুমায়ুন আহমেদের কিছু ছবি নিয়ে আ্যলবাম--অনন্ত নক্ষত্রবীথি হুমায়ুন আহমেদকে নিয়ে দীর্ঘ ব্লগ জীবনে মাত্র দুটো পোষ্ট করেছিলাম, ১ম টি ২০১০ এ হুমায়ুন-শাওনের একদিন (১৮- ফান কোলাজ) নামে আর একটি এই মাত্র কয়েকদিন আগে হুমায়ুন আহমেদ ক্লিনিক্যালি ডেড নামে। ------------ তাঁকে নিয়ে সবারই কম-বেশী স্মৃতিকথা কাছাকাছি...তবে ব্লগার স্পেলবাইন্ডার এর নীরবে নয়- আজ আমার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে! এটা আমার ব্যক্তিগত স্মৃতিচারণের খুব কাছাকাছি। -------------- সংলাপগুলো ব্লগার জিকসেস এর সৌজন্যে প্রাপ্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.