আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আহমেদ, বাংলা সাহিত্যে আপনি ছিলেন খোদার আশির্বাদ।

আশির দশকে আমরা যখন স্কুল পেরিয়ে কলেজে প্রবেশ করছি হুমায়ুন তখন জনপ্রিয়তার জোয়ারে ভাসতে শুরু করেছেন। অবশ্য সত্তুর দশকের শুরুতেই তিনি লিখে ফেলেছিলেন তাঁর শ্রেষ্ঠ দুটি উপন্যাস নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার। আশির দশক থেকেই ঈদ সংখ্যা, ঈদের নাটক হুমায়ুনকে বাদ দিয়ে কল্পনাই করা যেত না। একুশের বইমেলায় ২০১২ পর্যন্ত তিনিই সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক ছিলেন। তিনিই আশি ও নব্বইয়ের দশকের তরুনদের বই পড়া ও কেনায় আগ্রহি করে তুলেছিলেন।

তিনি কলম না ধরলে হয়তো বাঙালি পাঠকের সংখ্যা আজ এই সংখ্যায় পৌঁছোতো না। বাংলাদেশের নতুন প্রজন্মকে তিনিই রবীন্দ্রনাথ ও হাসন রাজা সম্পর্কে আগ্রহী করে তুলেছেন। আশির দশকে সরকারী অনুদানে মুস্তাফিজুর রহমানের পরিচালনায় হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার ছবিটি মুক্তির অপেক্ষায় আমরা বছরের পর বছর চাতকের মতো অপেক্ষা করেছিলাম। সে সময় বাংলা ছবিতে চরম রুচির দুর্ভিক্ষ চলছিল। এরপর হুমায়ুন নিজেই এলেন ত্রাতার ভূমিকায়।

আগুনের পরশমনি সহ বেশ কিছু রুচিশীল চলচিত্র উপহার দিলেন। নাটকের জন্য প্রচুর ভাল গান লিখেছেন। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশে তাঁর অবদান অনস্বিকার্য। তাঁর অসাধার লেখনি মরুভুমিতে বৃষ্টির ধারার মতোই আমাদের হৃদয়কে ভিজিয়ে দিয়েছে। এই অভাব পুরন হবার নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.