আমাদের কথা খুঁজে নিন

   

একজন কৃপনের প্রাগৈতিহাসিক গল্প

নতুন ঠিকানাঃ http://amarlekhoni.blogspot.com/ দুইজন ভীষন কৃপন মানুষ। তাদের আবার খুব ভালো বন্ধুত্ব। এতে বুঝা গেল তারা মনের দিক দিয়ে কৃপণ না। একদিন দুই বন্ধুর ঘি দিয়ে গরম ভাত খেতে ইচ্ছা করলো। যা ভাবা সে কাজ।

দশ মাইল দূরে খুব বিখ্যাত একজন ঘি ওয়ালা ছিল। তারা একদিন বিকালে রওনা দিল। হাটতে হাটতে প্রায় রাত ১১টায় ঘিওয়ালার বাড়িতে পৌছলো। গ্রামে তখন অনেক রাত। তারা ঠক ঠক করে দরজায় টোকা দিল।

বিবাহিত ঘি ওয়ালার মাথা গরম হয়ে গেল। এত সুন্দর সময়ে কেউ ডিস্টার্ব করে। দরজা খুলতেই দেখে দুই বন্ধু দাঁড়িয়ে। কৃপণতার জন্য এলাকায় আবার তাদের বেশ সুনাম। ঘিওয়ালা বলল, কি চাই? 'ঘি' 'কত কেজি?' দুই বন্ধু হোমিওপ্যাথির ছোট দুটি শিশি বের করে বলে, 'এত টুকু দিন' ঘরে বউ ডাকে ঘি ওয়ালাকে, তার উপর শিশির সাইজ দেখে হলো মাথা গরম।

তাড়াতাড়ি ঘি দিয়ে টাকা না নিয়েই বিদায় দিল তাদের সে। ২০ বছর পর দুই বন্ধুর দেখা। 'কিরে দোস্ত আছিস কেমন? আমি তো মাত্র ঘি দিয়ে ভাত খেয়ে এলাম' 'ভালো নাইরে দোস্ত, গতকাল আমার ঘি টা শেষ হয়ে গেছে' 'কস্কি! কেম্নে শেষ হইলো?' 'আমি প্রতিবার খাওয়ার আগে ঘি'র শিশির মুখ খুলে গন্ধ শুঁকে আবার রেখে দিতাম, এভাবে শেষ হয়ে গেল ঘি। তোরটা কেমন চলছে?' 'ফাটাফাটি দোস্ত' 'তুই কিভাবে খাস?' 'আমি উপরে ঘি'র শিশি টা ঝুলিয়ে দিই, তারপর শিশির ছায়া যেখানে পরে সেখানে প্লেট রেখে ভাত খাই' বিঃদ্রঃ গল্পটা আমার নানীর কাছে শোনা। অনেক আগে স্টাটাস হিসেবে দিয়েছিলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.