আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতুঃ যখন আমাদের সামনে একটি ঝুলন্ত মুলা।

I never knew how to worship until I knew how to love. পদ্মাসেতুর জন্যে টাকা দেব। আমার দেশের একটি মহৎ উদ্যগে অবশ্যই আমি শরিক হব। তবে আমার কষ্টার্জিত টাকা দেওয়ার আগো সরকারকে আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে--- ১) নিজস্ব অর্থায়নে করতে গেলে আগামী ৫-৬ বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাবে। ফলে একদিকে কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অন্যদিকে বাড়বে তারল্য সংকট। ফলে টাকার মান আরও কমবে, জিনিসপত্রের দাম বাড়বে।

এই ব্যাপারে সরকারের প্রস্তুতির একটা বিবরন চাই। আদৌ কোন প্রস্তুতি রয়েছে? নাকি কুইক রেন্টালের মতো আরেকটা ফাঁদ বানাতে যাচ্ছেন? ২) আওয়ামীলীগের নির্বাচনী ইশ্তেহারের ৫ নম্বর অনুচ্ছেদে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি রোধে নির্বাচিত হওয়ার পর সাংসদ-মন্ত্রীদের অর্থসম্পদের হিসাব দেয়া হবে বলে লেখা থাকলেও প্রধানমন্ত্রী নিজেই এখনো তা জনগণের সামনে তুলে ধরেননি। তাই টাকা দেয়ার আগে আমি মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব চাই। ৩) আমার টাকা আমি কাকে দিচ্ছি তা জানার অধিকার আমার আছে। আমি সরকারের নিশ্চয়টা চাই যে আমার টাকা দিয়ে কোন পিএস হেলিকপ্টারে করে বিয়ে করবেনা, আমার টাকা নিয়ে কোন পিএস রাতের বেলা কোন মন্ত্রীর বাসায় যাবে না, আমার টাকা নিয়ে কোন মন্ত্রী কোন কনসাল্টেন্টকে ঘুষ দিতে পারবেনা।

৪) আমার টাকা আমি কোথায় দেব? এই টাকা কোথায় জমা হবে? এর বিস্তারিত জানতে চাই। যদি প্রধানমন্ত্রীর ফান্ডে জমা হয় তাহলে আমি নিশ্চয়তা চাই যে আমার টাকা দিয়ে কোন মামলার রায় কেনা হবেনা। ৫) সারা বাংলাদেশের মানুষ টাকা দেবে, আগে বিশ্বব্যাংকের চিঠিগুলো প্রকাশ করুন। ৬) যে ভেনচুরা আর তার এমডির কাঁধে সরকার দোষ চাপাচ্ছে, যে প্রবল প্রতাপশালী সরকার সবাইকে জেলে ঢুকায় আদ্যবধি তারা ভেনচুরার কোন হদিস দিতে ব্যার্থ কেন? নাকি এটা স্রেফ একটা বায়বীয় অভিযোগ? ৭) জামিলুর রেজা চৌধুরী যত কথাই বলেন না কেন, তার ছাড়পত্র পাওয়া এসএনসি লাভালিন আজ দুর্নীতির দায়ে অভিযুক্ত। ৩০০কোটি ডলার কোথায় গেছে, কে নিয়েছে, কাকে দেয়া হয়েছে প্রেসিডেন্ট সাহেব জানেন না।

সরকার এর কি ব্যাখা দেব?? ----------------------------------------------------------------------------- সব শেষে আমার প্রিয় পদ্মা সেতু নিয়ে একটী কবিতাঃ ----------------------------------------------------------- আমাদের পদ্মা নদী চলে বাঁকে বাঁকে, সেতু করার আশা দিয়ে বিশ্ব ব্যাংক ডাকে গাড়ি নিয়ে যাবে আবুল, কালকিনি বাড়ি সিনা উঁচু করে দিবে, পদ্মা সেতু পাড়ি ... ... পার হয়ে যায় দিন পার হয় রাত, আচমকা বিনা মেঘে যেন বজ্রপাত, কমিশন চেয়ে আবুল করলো কি ভুল, টাকা দিবেনা বিশ্ব ব্যাংক, একী হুলুস্থুলল ... গ্যাঁকগ্যাঁক করে উঠে সুরঞ্জিতের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে ওবায়দুলের হাঁক তীরে তীরে ছেলেপেলে টিফিনের কালে, গামছায় সুধা ভরি সদনেতে ঢালে সকালে বিকালে কভু বাজার হলে পরে আঁচল ছাঁকিয়া তারা চাঁদার টাকা তুলে সারা দেশে লীগে লীগে পড়ে যায় সাড়া, প্রয়োজনে কিডনি নাকি বেচে দিবে তারা পেটের শিশুটিও কান করে খাড়া, ভূমিষ্ঠ হইয়া বলে, এ কোন ফাঁড়া !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.