আমাদের কথা খুঁজে নিন

   

ছোটদের গীতিনাট্য - দক্ষিনারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ ।। আমার ছেলেবেলায় আজকালের রকমারি খেলনা, টিভি, সিনেমা বা চিত্ত বিনোদনের এত আয়োজন ছিল না। তবে যা ছিল, তাও কম নয়। সুকুমার রায়ের ছড়া, দেব সাহিত্য কুটীরের বই, ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড, এমিলের গোয়েন্দা বাহিনী, ম্যালাকাইটের ঝাঁপি, রুশদেশের উপকথা, নুলিয়াছরির সোনার পাহাড়, বিয়ওয়ালফ, দক্ষিনারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি এসব নিয়েই ছিল আমার নিজের জগত। বাড়তি পাওনা ছিল, রেডিওতে 'ঠাকুরমার ঝুলি' গীতিনাট্য । আজকালের শিশুরা কি এই গীতিনাট্য শুনে সেসময়ের আমার মত আনন্দ পাবে ? ছোটদের গীতিনাট্য - দক্ষিনারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি সূচি ১। বুদ্ধু ভুতুম ২। নীলকমল লালকমল অংশগ্রহনে - কাজী সব্যসাচী, আশা দেবী, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, অংশুমান রায়, শৈলেন মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল ও আরও অনেকে। কোয়ালিটি - ৩২০ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৫৮ মেগাবাইটস ডাউনলোড - ঠাকুরমার ঝুলি  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।